ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রিয়াল ডিফেন্ডার মিলিতাও করোনা আক্রান্ত

রিয়াল ডিফেন্ডার মিলিতাও করোনা আক্রান্ত

রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও করোনা পজিটিভ। ছবি: মার্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২০ | ০৬:৫৩ | আপডেট: ০২ নভেম্বর ২০২০ | ০৭:২৫

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও করোনা আক্রান্ত হয়েছেন। চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে ঘরের মাঠে তাই অনিশ্চিত হয়ে পড়লেন তিনি। তবে রিয়ালের অন্য ফুটবলাররা করোনা নেগেটিভ এসেছেন।

ইন্টার মিলানের বিপক্ষে খেলতে হলে মিলিতাওকে ম্যাচ শুরুর অন্তত ছয় ঘণ্টা আগে করোনা নেগেটিভ হতে হবে। ম্যাচটি মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় মাঠে গড়াবে।

লস ব্লাঙ্কোসরা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, রোববারের করা করোনা পরীক্ষায় একজন পজিটিভ এসেছেন। তবে একই পরীক্ষায় দলের অন্য ফুটবলার, কোচিং স্টাফ এবং দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকা অন্যরা নেগেটিভ এসেছেন।

ইন্টার মিলানের বিপক্ষে মিলিতাও দলে না থাকলে জিনেদিন জিদানকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দানি কারহাভাল, আলভারো অদ্রিওজলা ও ন্যাচো ফার্নান্দেজকে ছাড়াই খেলতে হবে। ডিফেন্ডার নিয়ে ঝামেলায় থাকা রিয়ালের জন্য যা কঠিনই হবে। ওদিকে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের দুই ম্যাচের জয়হীন রিয়াল। ব্লাঙ্কোসদের তাই এবার জয়ে ফিরবে হবে।

আরও পড়ুন

×