ফরচুন বরিশালের নেতৃত্ব দেবেন তামিম

ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২০ | ০৬:৩৭
বঙ্গবন্ধু টি-২০ কাপের আনুষ্ঠানিক প্লেয়ার ড্রাফট হয়েছে বৃহস্পতিবার। সেখান থেকে বিভিন্ন ক্যাটাগরি এবং দামের খেলোয়াড় থেকে দল বেছে নিয়েছে টুর্নামেন্টে অংশ নেওয়া পাঁচ দল। ড্রাফট থেকে চারদল নিয়েছে পাঁচজন 'এ' ক্যাটাগরির ক্রিকেটার। তবে 'এ' ক্যাটাগরির ক্রিকেটাররাই যে দলকে নেতৃত্ব দেবেন এমন নয়।
বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, গাজী গ্রুপ চট্টগ্রাম কিংবা জেমকন খুলনার নেতৃত্ব কে দেবেই তা দ্রুতই জানা যাবে। তবে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব ভার পাওয়া তামিম ইকবাল যে ফরচুন বরিশালের ক্যাপ্টেন সেটা বৃহস্পতিবারই জানা গেল। তামিমের দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তামিম ইকবালের বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে জাতীয় দলকেও নেতৃত্ব দিয়েছেন। কম-বেশি অধিনায়কত্ব করতে দেখা গেছে বিপিএলেও। তবে ঘরোয়া কিংবা বিপিএলের মতো আসরে তেমন একটা নেতৃত্ব দিতে দেখা যায় না তাকে। পেছনে থেকে কাজ করতেই বেশি পছন্দ করেন।
কিন্তু কাঁধে এখন বাংলাদেশ দলের নেতৃত্বভার। ঘরোয়া লিগে কিংবা টুর্নামেন্টে নেতৃত্ব দিয়েও তাই অনেক কিছু জানা-বোঝার আছে তার। সামলানোর আগে মাঠের এবং মাঠের বাইরের অনেক চাপ। তামিম নেতৃত্বে আরও পক্ত হতেই তাই পাঁচ দল নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু কর্পোরেট টি-২০ লিগে নিজের দল ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন। ফরচুনদের ভাগ্যও অনেকটা নির্ভর করবে তামিমের ওপর। তার হাতে থাকা দলটাও ভারসাম্যপূর্ণ।
ফরচুন বরিশালের দল: তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, মেহেদি মিরাজ, আবু জায়েদ, তৌহিদ হৃদয়, তানভির ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল অঙ্কন, পারভেজ ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দী শুভ।