ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বিরতির সময় জানলেন তিনি করোনা পজিটিভ!

বিরতির সময় জানলেন তিনি করোনা পজিটিভ!

তুরস্কের বিপক্ষে প্রথমার্ধ খেলে যান ক্রোয়েশিয়ার ভিদা টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০ | ২১:১০

তুরস্কের বিপক্ষে প্রথমার্ধ পুরোটাই খেলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক দোমাগজ ভিদা। কিন্তু বিরতির পর অভিজ্ঞ এই ডিফেন্ডার আর মাঠে নামেননি। তার মাঠে না নামার কারণটা শুনে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে পড়েছে আতংক। করোনা নিয়ে খেলেছিলেন যে ভিদা! বিরতির সময় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

ভিদার করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে তারা জানায়, 'ক্রোয়েশিয়া জাতীয় দলের মেডিক্যাল স্টাফরা প্রথমে এই করোনা রিপোর্ট হাতে পায়নি। ম্যাচের বিরতির সময় আসে খরবটি। এরপরই ভিদাকে আইসোলেশনে রাখা হয়েছে।'

তারা আরো জানিয়েছে, উয়েফার নিয়ম মেনেই সবকিছু করা হয়েছিল। গত সোমবার সব খেলোয়াড়ের প্রথম পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। সেই ফলাফল নিয়েই ইস্তাম্বুলে প্রীতি ম্যাচটি খেলতে আসেন তারা। কিন্তু বুধবার সকালে দ্বিতীয়বার করা করোনা পরীক্ষার ফল হাতে আসার আগেই তারা খেলতে নেমে যান। এখন ম্যাচের মধ্যে ফল পজিটিভ আসায় ক্রোয়েশিয়া দল ও ভিদাকে পড়তে হয়েছে এক বিব্রতকর অবস্থায়। যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের সবার দ্রুত আবার পরীক্ষা করা হবে।

জানা গেছে, দ্বিতীয়বারের পরীক্ষায় ক্রোয়েশিয়া দলের আরো একজনের পজিটিভ এসেছেন। তিনি অবশ্য তুরস্কের বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে খেলতে নামেননি। তুর্কি ক্লাব বেসিকটাসে খেলা ভিদা এখন ইস্তাম্বুলেই আইসোলেশনে থাকবেন। আর যাদের রিপোর্ট নেগেটিভ এসেছে তারাই কেবল স্টকহোম যাবেন সুইডেনের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ খেলতে।

আরও পড়ুন

×