ম্যারাডোনাকে নিয়ে করা কিছু উদ্ধৃতি

ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০ | ১৩:০২ | আপডেট: ২৫ নভেম্বর ২০২০ | ১৩:০৮
কিংবদন্তির জন্ম একবারই হয়। ফুটবলে দিয়াগো ম্যারাডোনা যেমন একজনই। যিনি নিজেকে কালের উদ্ধে নিয়ে গেছেন। চিরস্মরণীয় হয়ে আছেন সর্বকালের সেরা ফুটবলারের খাতায়।
বুধবার রাতে আর্জেন্টাইন তারকা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। কিংবদন্তিকে নিয়ে বেশ কিছু কিংবদন্তি করে গেছেন অসাধারণ মন্তব্য। তার মধ্যে কিছু তুলে ধরা হলো:
লক্ষ বছর খেললেও ম্যারাডোনার ধারে কাছে পৌঁছাতে পারবো না। তার সমকক্ষে আমি পৌঁছাতেও চাই না। তিনি কিংবদন্তি। যার জন্ম একবারই হয়- আর্জেন্টিনার বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি।
ফুটবল পায়ে জিদান যেটা করতে পারেন, ম্যারাডোনা সেটা করতে পারতেন একটা কমলা লেবু দিয়ে- ফ্রান্স ও জুভেন্টাসের সাবেক তারকা মিশেল প্লাতিনি।
আসল ম্যারাডোনা কী সেটা তার অনুশীলন দেখলেই বোঝা যেত। চোখে বিশ্বাস করার মতো নয়। তিনি কখনও অনুশীলন ম্যাচে হারেননি- সাবেক ইতালিয়ান ফুটবলার ফ্রান্সিসকো রোমেরো।
সবাই বলেন, সর্বকালের সেরা পেলে। আমার মতে, ম্যারাডোনা এবং তিনিই সর্বকালের সেরা থাকবেন। যিনি ১৯৮৬ বিশ্বকাপ জিতেছেন। ১৯৯০ বিশ্বকাপ প্রায় জিতেই গিয়েছিলেন। ১৯৯৪ বিশ্বকাপে নিষিদ্ধ না হলে জিততে পারতেন। দু’জনের মধ্যে পার্থক্য হলো, পেলেকে ঘিরে ছিলেন ব্রাজিলের অসাধারণ সব ফুটবলার। ম্যারাডোনাকে ছাড়া আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের কোন সম্ভাবনাই ছিল না। পেলেকে ছাড়া ব্রাজিলের যে সুযোগ ছিল- সাবেক ম্যানইউ এবং ফ্রান্স তারকা এরিক ক্যান্টোনা।
ম্যারাডোনার মতো কেউ হতে পারবেন না। এমনকি মেসি টানা তিনটি বিশ্বকাপ জিতলেও নয়। সে যদি মাঝমাঠ থেকে বাইসাইকেল কিকে গোল করে তবুও নয়- সাবেক আর্জেন্টাইন ফুটবলার হেক্টর এনরিকে।
সকল আর্জেন্টাইনের কাছে দিয়াগো একজন ফুটবল ঈশ্বর। তিনি তা থাকবেনও- সাবেক ম্যানইউ ও ম্যানসিটি এবং আর্জেন্টিনা ফরোয়ার্ড কার্লোস তেভেজ।
আমার সময়ে, আমার প্রজন্মে নিঃসন্দেহে ম্যারাডোনা ছিলেন সেরা। আমি তার থেকে এমন সব জাদু দেখেছি, যা স্বয়ং ঈশ্বরও পারবেন কিনা সন্দেহ। সবসময় তাকে কেউ না কেউ চোখে চোখে রাখত, তার গায়ের সঙ্গে একজন লেগেই থাকতো। তারপরও অসাধারণ জাদু দেখাতেন তিনি- সাবেক ব্রাজিলিয়ান তারকা জিকো।
যখন আমাদের বিপক্ষে ম্যারাডোনা (১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে) দ্বিতীয় গোলটি করলেন, আমি বিস্মিত হয়ে গেলাম। আগে কখনও গোল খাওয়ার পরে কিংবা গোল দেখার পরে ওমন হয়নি। ওমন অসাধারণ গোল করা সত্যিই অসম্ভব। দীর্ঘদিন ধরে তিনিই তাই ফুটবলের সর্বকালের সেরা- সাবেক বার্সেলোনার ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার।