ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নিজেকে শাস্তি দিচ্ছিলেন ম্যারাডোনা, দাবি চিকিৎসকের

নিজেকে শাস্তি দিচ্ছিলেন ম্যারাডোনা, দাবি চিকিৎসকের

ছবি: ইউরো নিউজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০ | ০৫:১২

কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে আর্জেন্টিনায় চলছে শোক। তার মৃত্যু মানতে পারছেন না অনেকে। ম্যারাডোনার মৃত্যুকে অস্বাভাবিক মনে করা হচ্ছে। আর্জেন্টিনা পুলিশ তাই তদন্ত শুরু করেছে। তারই অংশ হিসেবে ম্যারাডোনার চিকিৎসক লিওপোল্ডো লুকুর বাড়িতে রেইড করে পুলিশ।

পুলিশ তাকে নানান বিষয়ে জেরা করেন। এক পর্যায়ে ম্যারাডোনার সঙ্গে যে কথা হয়েছিল, তা স্বীকার করেছেন লুকু। জানিয়েছেন, ম্যারাডোনা নিজেই নিজেকে শাস্তি দিচ্ছিলেন। এছাড়া যে হাসপাতালে তার মাথায় রক্তক্ষরণের অস্ত্রোপচার হয়েছে, তারা আর্জেন্টাইন ঈশ্বর খ্যাত ম্যারাডোনার সেবায় কোন ঘাটতি রাখেননি।

লুকু বলেছেন, 'এক পর্যায়ে ম্যারাডোনা আমাকে বলেন, আমাকে আর কতদিন হাসপাতালে রাখতে চাও। আমি এরই মধ্যে অনেক ভুগেছি।' 

ম্যারাডোনার ওই চিকিৎসক সংবাদ মাধ্যমকে বলেছেন, 'আমার মনে হয়, এক পর্যায়ে ম্যারাডোনা সুস্থ হয়ে ফিরে আসার যে যুদ্ধ সেটা ছেড়ে দিয়েছিলেন, তিনি অসুস্থতার সঙ্গে লড়াই করতে করতে হয়রান হয়ে গিয়েছিলেন। মানসিকভাবে তিনি খুবই হতাশ ছিলেন। তাকে দেখে আমার এমনই মনে হয়েছে। তিনি নিজেকে শাস্তি দিচ্ছেলেন, বন্ধু হিসেবে যেটা আমার মেনে নিতে পারার কথা নয়।'

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনা ৬০ বছর বয়সে মারা গেছেন। মৃত্যুর অল্প ক'দিন আগেই নিজের জন্মদিন উদযাপন করেন চারটি বিশ্বকাপ খেলা তারকা। এরপর অসুস্থ হয়ে পড়েন। তার মস্তিষ্কে অস্ত্রোপচার করানো হয়। অনেকে মনে করছেন, মস্তিষ্কে অস্ত্রোপচারের মতো গুরুতর কিছু হয়নি সাবেক নাপোলি ফুটবলারের। এমনকি অস্ত্রোপচার এবং পরবর্তী সেবা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। 

আরও পড়ুন

×