ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফাইনালের পথে লিটনদের ছোট লক্ষ্য দিল ঢাকা

ফাইনালের পথে লিটনদের ছোট লক্ষ্য দিল ঢাকা

চট্টগ্রামের বিপক্ষে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি প্লে অফ জিতে আসা মুশফিকের ঢাকা। ছবি: বিসিবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০ | ০৬:৩৩

প্রথম কোয়ালিফায়ার থেকেই ফাইনালে যাওয়ার সুযোগ ছিল গ্রুপ পর্বে শীর্ষে থেকে শেষ করার গাজী গ্রুপ চট্টগ্রামের। কিন্তু খুলনার করা দুইশ' ছাড়ানো লক্ষ্যের সামনে সুবিধা করতে পারেননি লিটন দাস-মোহাম্মদ মিঠুনরা। দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ফাইনালে যাওয়ার লড়াইয়ে ঢাকার বিপক্ষে অবশ্য ১১৭ রানের ছোট লক্ষ্য পেয়েছে তারুণ্য নির্ভর দুর্দান্ত দল চট্টগ্রাম।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বেক্সিমকো ঢাকা। ওপেনিংয়ে নামা সাব্বির রহমান এ ম্যাচেও ব্যর্থ হয়ে ফিরে যান। করেন ১১ বলে ১১ রান। তার সঙ্গে ক্রিজে আসা অলরাউন্ডার মুক্তার আলী ৭ রান করে আউট হন। চাপ সামল দিতে এসে ১৭ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন তরুণ বাঁ-হাতি ওপেনার নাঈম শেখ।

কাঁধে দায়িত্ব তুলে নেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম এবং মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী। কিন্তু চাপ সামাল দিয়ে সেট হতেই সাজঘরে ফিরতে হয় তাদের। মুশফিক খেলেন ৩১ বলে ২৫ রানের ইনিংস। ইয়াসির ফিরে যান ২১ বলে ২৪ রান করে। শেষ দিকে আল আমিন জুনিয়র ২৫ রান করলে স্কোর বোর্ড কিছুটা বড় হয়।

চট্টগ্রামের হয়ে দারুণ বোলিং করেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে ফেরা বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। তিনি ৪ ওভারে ১৭ রান খরচায় তুলে নেন গুরুত্বপূর্ণ দুই উইকেট। এছাড়া নাহিদুল ইসলাম ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন একটি উইকেট। মুস্তাফিজুর রহমান দলের হয়ে তুলে নেন তিনটি উইকেট। তার ৪ ওভার থেকে খান ৩২ রান। এছাড়া তরুণ বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট নেন।

আরও পড়ুন

×