খুলনা এগিয়ে 'মাথায়', চট্টগ্রাম 'সাহসে'

বঙ্গবন্ধু টি-২০ কাপের শিরোপা নিয়ে ফাইনালে ওঠা খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ ও চট্টগ্রামের মিঠুনের পোজ। ছবি: বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০ | ০৭:০৬ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ | ০৭:১৬
করোনাকালে আয়োজিত বঙ্গবন্ধু টি-২০ কাপ সফল সমাপ্তির পথে। শুক্রবার গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনার মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। ফাইনাল এই ম্যাচে খুলনাকে তাদের অভিজ্ঞ মাথার জন্য এগিয়ে রাখছেন চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অন্যদিকে খুলনাকে লড়তে হবে চট্টগ্রামের লিটন-সৌম্য, মুস্তাফিজ-শরিফুলদের সাহসী ক্রিকেটের বিপক্ষে।
ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ বলেন, 'তাদের দলটা খুবই ভালো। সবাই জানে, সৌম্য-লিটন ভালো ব্যাটিং করছে। লিটন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। ওদের বোলিং আক্রমণ ভালো। তবে আমার ওদের চেয়ে নিজেদের আত্মবিশ্বাসের ওপর বিশ্বাসটা বেশি রাখছি।'
মাহমুদুল্লাহ জানান, পুরো টুর্নামেন্টে চট্টগ্রাম সাহসী ক্রিকেট খেলেছে। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা ক্রিকেটরা ছিল অসাধারণ। তবে ফাইনাল অনেক চাপ থাকে। যারা ওই চাপটা সামলাতে পারবে তারাই ভালো করবে। এছাড়া দলে মাশরাফি মর্তুজার থাকা বাড়তি পাওনা বলেও মনে করছেন মাহমুদুল্লাহ।
তার ভাষ্যে, 'মাশরাফি ভাইয়ের অন্তর্ভূক্তি খুবই ইতিবাচক দিক। তিনি অনেক অভিজ্ঞ। দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। চারটা বিপিএলের ফাইনাল খেলেছেন তিনি। উনার অভিজ্ঞতা অবশ্যই বিবেচ্য। যা থেকে আমাদের দল অনেক লাভোবান হবে। তিনি থাকায় আমরা ভাগ্যবান।'
চট্টগ্রাম কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভয়ও খুলনার ওই অভিজ্ঞতায়। মাশরাফি, মাহমুদুল্লাহ, ইমরুলের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছেন তাদের দলে। তিনজনেরই বিপিএলের মতো আসরে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। ফাইনাল তাই খুলনাকে এগিয়ে রেখে সালাউদ্দিন বলেন, 'ফাইনালের দুই দলই কিন্তু অভিজ্ঞ। টি-২০ অভিজ্ঞ ক্রিকেটারের খেলা। মাঠে যাদের যত ভালো মাথা থাকবে, তারাই ম্যাচ জিতবে। সেদিক দিয়ে খুলনা অনেক এগিয়ে। তবে মাঠে দর্শক না থাকা আমাদের জন্য ইতিবাচক। দর্শক থাকলে একটু চাপ বেশি হতো।'