মাহমুদুল্লাহর ব্যাটে লড়াইয়ের পুঁজি খুলনার

ছবি: বিসিবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০ | ০৬:৩৮
সেট হয়েও বড় রান করতে পারেননি জেমকন খুলনার ওপেনার জাকির হোসেন কিংবা চারে নামা আরিফুল হক। ফাইনালে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার দায়িত্বটা অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদই নিয়েছেন। তিনি খেলেছেন ৭০ রানের দারুণ এক ইনিংস। তার ব্যাটে ভর করেই গাজী গ্রুপ চট্টগ্রামকে ১৫৬ রানের লক্ষ্য দিয়েছে খুলনা।
প্রথমে ব্যাট করতে নেমে কোয়ালিফায়ারে দুর্দান্ত ব্যাটিং করা জহুরুল ইসলাম গোল্ডেন ডাক মেরে ফিরে যান। এরপর ইমরুল কায়েস ৮ রান করে সাজঘরে ফেরেন। খুলনার টপ অর্ডারের দুই উইকেটই তুলে নেন নাহিদুল ইসলাম। চাপে পড়ে যাওয়া খুলনাকে ওপেনার জাকির হোসেন এবং আরিফুল হক ভরসা দেন। জাকির করেন ২০ বলে তিন চার ও এক চয়ে ২৫ রানের ইনিংস।
অন্যদিকে মিডল অর্ডারে আরিফুল হক ধীরে খেলে ২৩ বলে ২১ রান করে আউট হন। হাত খোলার সময়ে ফিরে যান তিনি। এরপর দলের হাল ধরতে হয় মাহমুদুল্লাহকে। তিনি শুরুতে ধীরে খেললেও পরে হাতখুলে ৮ চার ও দুই ছ্ক্কায় ৪৮ বলে খেলেন দরকারী ওই ইনিংস।
তার সঙ্গে ছোট্ট এক জুটি গড়ে শুভাগত হোমের করা ১৫ রানটাও দলের ইনিংসে রেখেছে ভালো ভূমিকা। চট্টগ্রামের হয়ে নাহিদুল ও শরিফুল নেন দুটি করে উইকেট। ৪ ওভারে ২৪ রান খরচায় মুস্তাফিজুর রহমান তুলে নেন একটি উইকেট। মোসাদ্দেক হোসেন পান একটি উইকেট।