ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইনজুরিতে সিরিজ শেষ মোহাম্মদ শামির

ইনজুরিতে সিরিজ শেষ মোহাম্মদ শামির

ইনজুরিতে টেস্ট সিরিজ শেষ মোহাম্মদ শামির। ছবি: ক্রিকইনফো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০ | ০৯:১৪ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ | ০৯:১৯

অজিদের বিপক্ষে চার টেস্টের সিরিজের প্রথমটিতে লজ্জার হারে ডুবেছে সফরকারী ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বলের টেস্টে দ্বিতীয় ইনিংসে নিজেদের ইতিহাস সর্বনিম্ন ৩৬ রানে অলআউট হয়েছে তারা। হেরেছে ৮ উইকেটে।

অনাকাঙ্খিত এই হার থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে আবার থাকছেন না বিরাট কোহলি। এবার আরও এক দুঃসংবাদ পেল ভারতীয় টেস্ট শিবির। ইনজুরিতে সিরিজের বাকি তিন টেস্ট থেকে ছিটকে গেছেন দলের নিয়মিত পেসার মোহাম্মদ শামি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে গিয়ে হাতে আঘাত পান তিনি। পরে আর ব্যাট করতেও নামতে পারেননি। এক্স রে থেকে নিশ্চিত হওয়া গেছে তার হাড়ে চিড় ধরেছে। তাকে তাই আর দলে না পাওয়ার বিষয়টি ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ নিশ্চিত করেছে।

শামি তাই দলের বায়ো বাবল থেকে বের হয়ে দেশে ফিরবেন। তবে কবে নাগাদ তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গেই দেশে ফিরবেন অভিজ্ঞ এই ভারতীয় পেসার। অ্যাডিলেড টেস্টে শামি কোন উইকেট পাননি। তবে দুই ইনিংসেই দারুণ বোলিং করেছেন। যার সুফল পান জাসপ্রিত বুমরাহ এবং উমেশ যাদব।

এছাড়া গেল ক'বছর ধরে বিদেশের মাটিতে টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি থেকেছেন শামি। তাকে ছাড়া তাই ভারতের পেস আক্রমণ পরিচালনা করা কঠিন হয়ে যাবে। কারণ ইনজুরির কারণে পেসার ইশান্ত শর্মা আছেন দলের বাইরে। কোহলির অনুপস্থিতিতে তাই ভারতীয় দলের নেতৃত্বভার পাওয়া আজিঙ্কা রাহানেকে কঠিন বিপদেই পড়তে হচ্ছে।

তার হাতে পেস আক্রমণ সামলানোর জন্য আছে নভদীপ সাইনি এবং মোহাম্মদ পেসার। যোগ্যতা প্রমাণ করেই তারা দলে আছেন। কিন্তু দু'জনের কেউই এখনও অভিষেক টেস্ট খেলেননি। তাদের জন্য তাই উড়ন্ত অজিদের বিপক্ষে বিধ্বস্ত ভারতের পেস আক্রমণ সামলানোর কঠিন দায়িত্বই নিতে হবে। 

এছাড়া দলে ডাক পেলে কাজটা আরও কঠিন হয়ে যাবে দলের সঙ্গে থাকা বাঁ-হাতি পেসার থাঙ্গারাসু নটরজান এবং ২০ বছর বয়সী পেসার কার্তিক ত্যাগির জন্য। তবে প্রস্তুতি ম্যাচে তারা দু'জন দারুণ বোলিং করে তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।  আগামী ২৬ ডিসেম্বর এমসিজি গ্রাউন্ডে ভারত বোর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে।  সিডনিতে ৭ জানুয়ারি খেলবে সিরিজের তৃতীয় টেস্টটি।

আরও পড়ুন

×