ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রিয়ালের জয়ে হ্যান্ডবল বিতর্ক

রিয়ালের জয়ে হ্যান্ডবল বিতর্ক

কনুইতে বল লাগায় হ্যান্ডবল ধরেননি রেফারি। তবে প্রতিপক্ষের দাবি এটা ছিল হ্যান্ডবল। ছবি: মার্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০ | ০২:০৯

লিগ ম্যাচে আরও একটি পারফেক্ট জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এইবারের মাঠে পেয়েছে ৩-১ গোলের জয়। দলের এই দারুণ জয়ে শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেন করিম বেনজেমা। ফরাসি স্ট্রাইকার বজায় রাখেন তার গোলের ধারা। লস ব্লাঙ্কোসরাও তুলে নিয়েছে টানা পাঁচ জয়। পয়েন্ট টেবিলে (গোল ব্যবধানে দুইয়ে) যৌথভাবে উঠেছে শীর্ষে। তবে ম্যাচে উঠেছে হ্যান্ডবল বিতর্ক। 

ম্যাচের ৬ মিনিটের মাথায় রিয়াল স্ট্রাইকার বেনজেমা প্রথম গোল করেন। এরপর ১৩ মিনিটেই রিয়ালকে ২-০ গোলে এগিয়ে নেন দারুণ ছন্দে থাকা ক্রোয়াট মিডফিল্ডার লুকা মডরিচ। তবে প্রথমার্ধেই গোল করে ম্যাচে ফেরার আভাস দেয় এইবার। কিকে ২৮ মিনিটে করেন গোল। সমতায় ফেরারও সুযোগ পেয়ে যায় এইবার। কিন্তু রেফারি তাদের পেনাল্টি থেকে বঞ্চিত করেছে বলে উঠেছে অভিযোগ।

ম্যাচের ৮২ মিনিটে রামোস বক্সের মধ্যে একটি বল তার কনুই দিয়ে ফেরান। কিন্তু রেফারি হ্যান্ড বল নয় ধরে পেনাল্টি দেননি। ওই সময় সমতায় ফিরলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো। শেষ পর্যন্ত যোগ করা সময়ে লুকাস ভাসকেস গোল করে জিনেদিন জিদানকে ৩-১ গোলের জয় এনে দেন। ম্যাচ শেষে হ্যান্ডবল নিয়ে কথা বলতে হয়েছে দুই কোচকে। 

রিয়াল কোচ জিদান বলেছেন, 'আসল ব্যাপার হলো রেফারি নিশ্চিত ছিলেন ওটা হ্যান্ডবল নয়।' তবে এইবার কোচ মেন্ডিলিবার বলেছেন, 'বলটি রামোসের হাতে লেগেছে। এটা তাই আমার চোখে নিশ্চিত পেনাল্টি। এমনকি রামোসও তার সতীর্থদের সঙ্গে এটা পেনাল্টি বলেই আলোচনা করেছে। এমন পেনাল্টি না দেওয়ায় আমরা হতাশ।'  

ম্যাচে গোল করে ও গোলে সহায়তা দিয়ে দলকে জেতানোয় রিয়াল কোচ জিদান প্রশংসা করেছেন বেনজেমার। ২১ শতকে রিয়াল মাদ্রিদে গোল করার পাশাপাশি ৪৪ গোলে সহায়তা দেওয়ার রেকর্ড ক্রিস্টিয়ানো রোনালদোর। একই ম্যাচে গোলের পাশাপাশি ৩০টি সহায়তা দিয়ে বেনজেমা নাম তুলেছেন তার পরেই।

জিদান তাই বলেছেন, 'বেনজেমা আমাদের ম্যাচ জয়ী ফুটবলার। মাঠে সে যা করছে তা অন্য পর্যায়ের। শুধু গোল করে নয়, দলকে সহায়তা করেও। আমি সবসময় বলি, বেনজেমা ম্যাচে দলের জন্য দ্বিমুখী প্রভাব রাখে। তার গোল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু গোলের বাইরেও বেনজেনা সবসময় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়।'

আরও পড়ুন

×