ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সুপার কোপার ফাইনালেও অনিশ্চিত মেসি

সুপার কোপার ফাইনালেও অনিশ্চিত মেসি

ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১ | ০২:২০

রিয়াল সোসিয়েদাদকে টাইব্রেকারে হারিয়ে স্প্যানিশ সুপার কোপার ফাইনালে উঠেছে বার্সেলোনা। কাতালান কোচ হিসেবে রোনাল্ড কোম্যান দলকে প্রথমবার ফাইনালে তুলেছেন। কোচ হিসেবে প্রথম এবং মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলতে অবশ্য বড় পরীক্ষা দিতে হবে কাতালানদের।

কারণ বৃহস্পতিবার রাতের ম্যাচে সুপার কোপার সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ। তাদের মধ্যে জয়ী দলের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হতে কাতালানরা। সোসিয়েদাদের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতায় শেষ করা বার্সার জন্য কাজটা তাই সহজ হবে না।

বড় এই ম্যাচে আবার লিওনেল মেসির ইনজুরির কারণে খেলা অনিশ্চিত। ম্যাচ শেষ বার্সা কোচ রোনাল্ড কোম্যানও দিতে পারেননি তেমন কোন আশা। তবে ১৭ জানুয়ারির মধ্যে সুস্থ হয়ে উঠলে ফাইনালে বার্সা অধিনায়ককে দলে পাবেন কোচ। তার কিছুটা ইনজুরি আছে যে কারণে বুধবার রাতের ম্যাচেও মাঠে দেখা যায়নি বার্সেলোনার ইতিহাস সেরা ফুটবলার মেসিকে।

বুধবার রাতের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে টাইব্রেকারে ৩-২ গোলে জিতেছে বার্সা। সোসিয়েদাদ পাঁচ শটের মধ্যে বার্সা গোলরক্ষক মার্ক টের স্টেগানের অসাধারণ ক্ষিপ্রতায় মাত্র দুটি গোল করতে পারে। বার্সেলোনাও প্রথম চার শটের মধ্যে জালে বল দিতে পারে মাত্র দুটিতে। শেষ শটটা থেকে দারুণ এক গোল করেন কোম্যানের দলে অনিয়মিত হয়ে পড়া রিচি পুচ।

ম্যাচ শেষে বার্সা কোচ তাই তরুণ মিডফিল্ডার পুচের প্রশংসা করেছেন, 'আমার হাতে টাইব্রেকার নেওয়ার মতো চারটি নাম ছিল। পুচ নিজেই এসে বললো সে শেষ শটটা নিতে চায়। দারুণ শট নিয়েছে সে। দারুণ এক ম্যাচ হয়েছে। দু'দল গোল করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছে। ম্যাচটা আমরা পেনাল্টিতে জিতেছে। তবে ম্যাচের শুরুতে তাদের দ্রুত আক্রমণের কারণে বেশ ভুগতে হয়েছে।'

আরও পড়ুন

×