মাদ্রিদ ডার্বিতে রিয়ালের 'সমর্থক' কোম্যান!

ছবি: মার্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২১ | ০৮:১৪
লা লিগার হাই ভোল্টেজ মাদ্রিদ ডার্বিতে রোববার অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে খেলবে লস ব্লাঙ্কোসরা। ওই ম্যাচে চিরশত্রু রিয়াল মাদ্রিদকে 'সমর্থন' দিচ্ছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। তিনি চান, গুরুত্বপূর্ণ ওই ম্যাচে ডিয়াগো সিমিওনের দলের বিপক্ষে জয় তুলে নিক জিদানের শিষ্যরা।
কারণটা সহজেই অনুমেয়। লিগ শিরোপার লড়াই জমে উঠেছে। পয়েন্ট টেবিলে দুইয়ে আছে বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদিদ্র। এক ম্যাচ কম খেলে রিয়াল-বার্সার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ।
লিগ ডার্বিতে তাই রিয়াল মাদ্রিদ জয় পেলে শিরোপার লড়াই আরও জমে উঠবে। কারণ শুরু থেকে পয়েন্ট টেবিলের রাজত্ব করা অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে রিয়াল-বার্সার পয়েন্ট ব্যবধান কমে আসবে। ওশাসুনা ম্যাচের আগে কোম্যান তাই বলেন, 'প্রথমত সামনে আমাদের ম্যাচ আছে, ওটা আমাদের জিততে হবে।'
এরপর তিনি বলেন, 'টেবিলে শীর্ষে থাকা দল পয়েন্ট হারালে সবসময় অন্যদের জন্য ভালো। কিন্তু আমি অন্যদের ম্যাচ নিয়ে ভাবতে চাই না। কারণ আমরা যদি নিজেদের ম্যাচে না জিতি...।' এছাড়া কোম্যান জানান, সেভিয়ার বিপক্ষে কোপা দেল রে'র ম্যাচে তার দল ঘুরে দাঁড়ানোয় সবাই মনে বাড়তি জোর পেয়েছেন।