জ্যামে বসে মেজাজ হারালেন রাহুল, ব্যাট দিয়ে ভাঙলেন গাড়ি

ভিডিও থেকে নেওয়া ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১ | ২৩:৩৫ | আপডেট: ০৯ এপ্রিল ২০২১ | ২৩:৩৭
শান্ত স্বভাবের জন্য বরাবরই প্রশংসিত ভারতের সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়। দীর্ঘ ক্যারিয়ারে হাজার স্লেজিংয়েও যাকে কেউ প্রভাবিত করতে পারেনি, সেই তিনিই কিনা এবার মেজাজ হারালেন। গাড়ির চালকের আসনে বসে হাতের ব্যাট দিয়ে পাশের গাড়ির লুকিং গ্লাস ভাঙতে দেখা গেল তাকে। সেই ভিডিও শেয়ার করে বিস্ময় প্রকাশ করেছেন দেশটির বর্তমান ক্রিকেটার বিরাট কোহলিও। এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে দেখা গেছে, রাস্তার জ্যামে নাজেহাল হয়ে পড়েছেন রাহুল। এরপরই তিনি মেজাজ হারিয়ে আশপাশে গাড়ির যাত্রী-চালকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ব্যাট দিয়ে পাশের গাড়ির লুকিং গ্লাসকে ভেঙে ফেলেন তিনি।
Never seen this side of Rahul bhai ???????? pic.twitter.com/4W93p0Gk7m
তবে ভিডিও দেখে রাহুলভক্তদের মনখারাপের কোনও কারণ নেই। কারণ সেই শান্ত রাহুল বদলে যাননি। ভিডিওটি একটি বিজ্ঞাপনের জন্য ধারণ করা।
জানা গেছে, এটি সিআরইডি’র বিজ্ঞাপন। শুক্রবার থেকে শুরু হওয়া আইপিএলের বিজ্ঞাপন বিরতির সময় এটি দেখা যাবে।
বিজ্ঞাপনের ওই ভিডিওটিই শেয়ার করে বিরাট কোহলি মজা করে লিখেছেন, 'রাহুল ভাইয়ের এমন রূপ কখনও দেখিনি।'
- বিষয় :
- রাহুল দ্রাবিড়
- ক্রিকেটার
- ভারতীয় ক্রিকেটার