কোপার আয়োজক হওয়ায় ক্ষোভ প্রকাশ ব্রাজিলিয়ানদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২১ | ১১:১১
আর্জেন্টিনা আর কলম্বিয়া যৌথভাব কোপা আমেরিকার আয়োজন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়ে উঠেনি। দুই দেশের করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় সরে যায় দক্ষিণ আমেরিকার ফুটবলের এই মেগা আসর।
এরপর আয়োজক হিসেবে বেশ কয়েকটি দেশের নাম শোনা যায়। তবে শেষ পর্যন্ত কনমেবল এক বিবৃতিতে জানায়, এবারের কোপা আমেরিকা হবে ব্রাজিলে। সে জন্য কনমেবলের প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডমিনগুজ ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোকে ধন্যবাদও দেন, 'আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোকে এবং তার মন্ত্রিপরিষদকে কোপার আয়োজক হওয়ার জন্য।'
করোনায় বেহাল ব্রাজিল। একের পর এক ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে দেশটিতে। এরই মধ্যে এই মহামারিতে আক্রান্ত হয়ে মারা গেলেন সাড়ে চার লাখের বেশি মানুষ। দৈনিক আক্রান্ত আর মৃত্যুর হিসাবে দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি। তা ছাড়া বিশ্বের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ। এমন দুঃসময়ে যখন মানুষ বাঁচানো জরুরি, তখন ব্রাজিল প্রেসিডেন্ট কোপা আমেরিকার মতো টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বটা মাথায় নিলেন। তাই তো নিজ দেশের নানা শ্রেণি-পেশার মানুষও এর বিরোধিতা করছে। এমনকি দেশটির বিরোধী দলও আদালতের শরণাপন্ন হয়েছে। ব্রাজিলের সুপ্রিম কোর্টের এক বিচারক বিষয়টি নিয়ে প্রশ্ন তোলায় আদালত সরকারের কাছে কোপা আয়োজনের বিস্তারিত তথ্য চেয়েছে। এ জন্য পাঁচ দিন সময় পাবে বলসোনারো মন্ত্রিপরিষদ। এদিকে কোপা আয়োজনের ভার নেওয়ায় দেশটির সাবেক তারকারাও চটেছেন।
দেশটির স্পোর্তটিভি নেটওয়ার্কের ধারাভাষ্যকার লুইস রর্বাতো তো বলছেন এটা লজ্জাজনক, 'এটা খুবই লজ্জার। মনে হচ্ছে উস্কানিমূলকও, যা কিনা পুরো ব্রাজিলবাসীর গালে থাপ্পড় দেওয়ার মতো।'
- বিষয় :
- কোপা আমেরিকা
- ক্ষোভ প্রকাশ
- ব্রাজিল