বলিভিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে

বলিভিয়া-উরুগুয়ে ম্যাচ (ছবি-ইএসপিএন)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২১ | ২৩:০১ | আপডেট: ২৫ জুন ২০২১ | ০১:৪৬
বলিভিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে উঠেছে উরুগুয়ে। শুক্রবারের এ খেলায় প্রথম গোলটি ছিল আত্মঘাতী।
উরুগুয়ে এ গোলটি পায় ৪০ মিনিটে। কাভানির শট ঠেকাতে গিয়ে নিজের গোল পোষ্টে বল পাঠিয়ে দেন বলিভিয়ার গোলকিপার কার্লোস লাম্পে।
ম্যাচের ৭৯ মিনিটে দ্বিতীয় গোল করেন এডিনসন কাভানি।
তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল কোপা আমেরিকায় সর্বোচ্চ ১৫ বার শিরোপা জেতা উরুগুয়ে।
- বিষয় :
- বলিভিয়া
- কোয়ার্টার ফাইনাল
- উরুগুয়ে
- কোপা আমেরিকা
- ফুটবল