ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ব্রাজিল ম্যাচে আর্জেন্টিনা দলে দিবালা

ব্রাজিল ম্যাচে আর্জেন্টিনা দলে দিবালা

দুই বছর পর আর্জেন্টিনা দলে দিবালা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২১ | ০১:২৯ | আপডেট: ২৪ আগস্ট ২০২১ | ০১:২৯

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়া ম্যাচের জন্য লিওনেল মেসির নেতৃত্বে ৩০ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

চোটজর্জর তারকাদের অনুপস্থিতিতে দীর্ঘ সময় পর ফিরেছেন পাওলো দিবালা। কাতার বিশ্বকাপ-২০২২ এর বাছাইপর্বে ৩ সেপ্টেম্বর ভেনেজুয়েলা, ৬ সেপ্টেম্বর ব্রাজিল ও ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে নামবেন মেসি-ডি মারিয়ারা।

আর্জেন্টিনার ৩০ জনের প্রাথমিক দল:

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো ও জেরোনিমো রুই।

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, এরমান পেসেলা, হুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি,লুকাস মার্টিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা ও নিকোলাস ট্যাগালিফিকো।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, এজেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, নিকোলাস ডমিঙ্গেজ, জিওভান্নি লো চেলসো, আলেহান্দ্রো গোমেজ।

ফরোয়ার্ড: আনহেল কোরেয়া, আনহেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ, হোয়াকিম কোরেয়া, নিকোলাস গঞ্জালেস, লাওতারো মার্তিনেজ, এমিলিয়ানো বুয়েনদিয়া, লিওনেল মেসি ও পাওলো দিবালা।

আরও পড়ুন

×