ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

করোনা নেগেটিভ হয়ে কিউই দলে ফিন অ্যালেন

করোনা নেগেটিভ হয়ে কিউই দলে ফিন অ্যালেন

ফিন অ্যালেন। ছবি-ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১ | ০২:১৯ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ | ০২:১৯

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত ২৪ আগস্ট ঢাকায় আসে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে কিউইরা দেশে আসার ৪ দিন আগে ২০ আগস্ট নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার ঢাকায় আসে। তার মধ্যে ছিলেন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান ফিন অ্যালেন।

ঢাকায় পৌঁছানোর ৪৮ ঘণ্টা পর করোনা পজিটিভ হয়েছিলেন তিনি। যে কারণে কোয়ারেন্টাইনে ছিলেন এতদিন। যার ফলে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে পারেনি। তবে ৮ দিন পর করোনাভাইরাসে নেগেটিভ হয়েছেন ফিন অ্যালেন। দুইটি নেগেটিভ কোভিড রিপোর্ট পেয়ে যোগ দিয়েছেন দলের সাথে।

অ্যালেনের বদলি হিসেবে ডাক পাওয়া পেসার ম্যাট হেনরিরও তিনদিনের কোয়ারেন্টিনের শেষদিন আজ। শুক্রবার থেকে দলের সাথে যোগ দিবেন ম্যাট হেনরি।

প্রথম ম্যাচে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অল আউট হওয়ার পর দিশেহারা নিউজিল্যান্ডের জন্য হেনরি এবং অ্যালেনের ফেরা সুখবরই বটে। সিরিজের দ্বিতীয় ম্যাচে না হলেও তৃতীয় ম্যাচ থেকে দলে দেখা যেতে পারে এই দুজনকেই।

আরও পড়ুন

×