তিন জাতি টুর্নামেন্ট
বিশকেকে হার জামালদের

বিশকেকের স্পাটার্ক স্টেডিয়ামে ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামার সময় রোববার এভাবেই ক্যামেরাবন্দি হন জামালরা- বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১ | ১২:০০ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ | ২১:২৪
কাগজে-কলমে এবং শক্তির বিচারে অনেক এগিয়ে ফিলিস্তিন। মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে জয়ের স্বপ্ন না দেখলেও পয়েন্টের আশা ছিল বাংলাদেশ দলের। কিরগিজস্তান রাজধানী বিশকেকের স্পার্টাক স্টেডিয়ামে প্রীতি ফুটবলের ম্যাচের শুরুর দিকে লড়াকু পারফরম্যান্স উপহার দেন জামাল ভূঁইয়ারা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সীমানায় আক্রমণের ধার বাড়ানো ফিলিস্তিন প্রথমার্ধে খুঁজে নেয় জাল। দ্বিতীয়ার্ধের শুরুতে করে আরেক গোল। তাতে শেষ হয়ে যায় বাংলাদেশের পয়েন্টের আশা। প্রীতি ম্যাচের আদলে ট্রাই নেশন্স কাপে গতকাল ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরেছে জেমি ডের দল। আগামীকাল স্বাগতিক কিরগিজস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের দলটি।
অক্টোবরে মালদ্বীপে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি কিরগিজস্তানে নিচ্ছে বাংলাদেশ। এদিন ৩-৪-৩ ফরমেশনে দল সাজান জেমি। আর নতুন পদ্ধতি হিসেবে তিন সেন্টারব্যাক খেলিয়েছেন বাংলাদেশ কোচ। রাইটব্যাক হিসেবে খেলা তারিক রায়হান কাজী, তপু বর্মণ ও পাঁচ বছর পর জাতীয় দলে ফেরা রেজাউল করিম সেন্টারব্যাক হিসেবে খেলেন। নিচে খেলেছেন বিশ্বনাথ ঘোষ ও ইয়াসিন আরাফাত। রক্ষণভাগকে সুরক্ষা দেওয়ার জন্য নতুন এই কৌশলে শুরুতে সফলতাও পায় বাংলাদেশ।
প্রতিপক্ষ আক্রমনাত্মক ফুটবল খেলবে জেনেই নিচে পাঁচজনকে রাখেন জেমি। ম্যাচের প্রথম ৩২ মিনিট শক্তিশালী ফিলিস্তিনকে আটকে রাখে লাল-সবুজের দলটি। ৩৩ মিনিটে কাউন্টার অ্যাটাকে গোল হজম করে বাংলাদেশ। নিজেদের অর্ধ থেকে ওড়ে আসা বল বাংলাদেশের এক ডিফেন্ডারের গায়ের সঙ্গে লেগে থাকা মাহমুদ ঈদের চিপস আগুয়ান গোলরক্ষক শহীদুল ইসলাম সোহেলের মাথার ওপর দিয়ে গোলপোস্টের সামনে চলে আসে। দৌড়ে এসে বলে শুধু পা ছুঁয়েছেন খারোব।
পিছিয়ে পড়া বাংলাদেশ ৩৭ মিনিটে কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি। আর দ্বিতীয়ার্ধের শুরুতে ইয়াসির গোল করলে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর আশাও শেষ হয়ে যায়।