আজ কিরগিজদের মুখোমুখি জামালরা

আজও চলবে জেমির পরীক্ষা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১ | ০০:৫১ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২১ | ০০:৫১
তিন জাতি টুর্নামেন্টটি বাংলাদেশের জন্য সাফের প্রস্তুতির মঞ্চ। রোববার নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হারা বাংলাদেশ দল আজ দ্বিতীয় পরীক্ষায় নামছে। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ওমরজাকিভ স্টেডিয়ামে স্বাগতিক কিরগিজস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের দলটি। আর এ ম্যাচটিই ফিফার অন্তর্ভুক্ত বলে র্যাংকিংও সামনে চলে আসছে।
কিন্তু টুর্নামেন্টটি প্রস্তুতিমূলক নেওয়া জেমি ডে আজ দল নিয়ে পরীক্ষা চালানোর ইঙ্গিত দিয়েছেন। একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনবেন বলে গতকাল অনুশীলন শেষে জানিয়েছেন বাংলাদেশ কোচ, 'ফিলিস্তিনের বিপক্ষে কঠিন ম্যাচ হওয়া সত্ত্বেও ছেলেরা অনেক ভালো খেলেছে। এটা অনেক কষ্টসাধ্য, খুব কম সময়ের ব্যবধানে আরেকটি ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি নিতে হয়েছে। সেক্ষেত্রে আমাদের কিছু খেলোয়াড় হয়তো বদলি করতে হবে।'
কিরগিজস্তানের ম্যাচগুলোতে ফুটবলারদের অদল-বদল করে খেলিয়ে সাফের জন্য একটা চূড়ান্ত দল সাজানোর পরিকল্পনা জেমি ডের। যে কারণে সবাইকে পরখ করে দেখতে চান। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচে কানাডাপ্রবাসী রাহবার ওয়াহেদ খান শেষ দিকে বদলি হিসেবে নেমে দারুণ খেলেছেন। আরেক প্রবাসী ফুটবলার তাহমিদ ইসলাম লাল-সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষায়।
যেহেতু প্রীতি ম্যাচ, তাই আজ হয়তো ফ্রান্সপ্রবাসী এ ফুটবলারকে দেখা যেতে পারে বাংলাদেশের জার্সিতে। ফিলিস্তিন ম্যাচে তিন সেন্টারব্যাক নিয়ে খেলে নতুন যে কৌশল প্রয়োগ করতে চেয়েছেন জেমি, তা বুমেরাং হয়ে এসেছে। নতুন পদ্ধতিতে খেলেও মধ্যপ্রাচ্যের দেশকে থামানো যায়নি।
জেমিও স্বীকার করেছেন, নতুন কৌশলে শুরুতে মানিয়ে নিতে পারেনি তার শিষ্যরা। তবে বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচেই সবার মন কাড়া রাহবার উচ্ছ্বসিত, 'রোববার আমার প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল। কিছুটা চাপ তো ছিলই। এটা থাকবেই। কারণ এমন একটা পর্যায়ে প্রথমবার খেলেছি। আমি মনে করি, শেষ দশ মিনিট আমরা খুবই আত্মবিশ্বাসী ছিলাম। অনুশীলনে আজ (গতকাল) আমরা ফিনিশিংয়ের ওপর কিছু কাজ করেছি। দলের প্রত্যেকেই কঠোর পরিশ্রম করছে। কিরগিজস্তানর বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামব। বিশেষ করে আমি আমার জায়গা থেকে শতভাগ দেব। বাংলাদেশের লোকজন থেকে অনেক অভিনন্দন ও খুদে বার্তা পেয়েছি। আগে তারা যেভাবে আমাদের সমর্থন দিয়ে এসেছেন এই ম্যাচেও সবার কাছে থেকে সে রকম সমর্থন আশা করছি।'