কিরগিজস্তানের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

বড় ব্যবধানে হারলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১ | ১১:২৯ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২১ | ১১:৪১
ফিলিস্তিনের কাছে হার দিয়ে সফর শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে আরও বড় ব্যবধানে হেরেছে কিরগিজস্তানের কাছে। বিশকেকের স্পার্তাক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কিরগিজদের কাছে ৪-১ ব্যবধানে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে জেমি ডের বাহিনী। এই জয়ে তিন জাতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো কিরগিজস্থান।
মঙ্গলবার কিরগিজস্তানের দোলন ওমরজাকিভ স্টেডিয়ামে এই হারে ত্রিদেশীয় সিরিজটির ফাইনাল থেকে অনেকটাই দূরে চলে গেল বাংলাদেশ। সব মিলিয়ে কিরগিজস্তানের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচই হারল বাংলাদেশ। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপ বছাইয়ের প্রথম লেগে ৩-১ গোলে হেরেছিল লাল-সবুজের দল। ফিরতি লেগে কিরগিজস্তান জিতেছিল ২-০ ব্যবধানে।
১০ মিনিটে প্রথম গোল খায় বাংলাদেশ। শুকুরভের নেয়া ফ্রি-কিক ডি-বক্সে পেয়ে গোল করেন মোলদোজুনুসভ। ৩৯তম মিনিটের মাথায় ব্যবধান বাড়ে দ্বিগুণ। বাম প্রান্ত দিয়ে কাইরাত ইজাকভের কাটব্যাকে লক্ষ্যগোল করেন শুকুরভ।
২-০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে আসা কিরগিজরা দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই পায় গোল। গুলঝিগিত আলিকুলভের পাসে বল জালে জড়াতে ভুল করেননি অধিনায়ক রুস্তামভ।
ম্যাচের ৫২ মিনিটের মাথায় ব্যবধান কমান সুফিল। বদলি খেলোয়াড় রহমত মিয়ার লম্বা থ্রো ডি-বক্সের ভেতরে পেয়ে জালে পাঠান সুফিল। ম্যাচের ৮৮ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল বখতিয়ারের মাথা ছুঁয়ে জালে জড়ালে ব্যবধান আরও বাড়ায় তারা।
এই টুর্নামেন্টে ৯ সেপ্টেম্বর কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে জামালরা।
- বিষয় :
- ফিলিস্তিন
- কিরগিজস্তান
- বাংলাদেশ