ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

৫ সেকেন্ডেই পেনাল্টি!

৫ সেকেন্ডেই পেনাল্টি!

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১ | ১২:০০ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১ | ২৩:২৭

খেলা শুরু হলো যেন পেনাল্টি শুট দিয়ে! বলটা মাঝমাঠ থেকে মাত্র ক্লিয়ার করেছেন তানজানিয়ার খেলোয়াড়রা। মাদাগাস্কার গোলকিপার নিজেদের পায়ে কুড়াল মেরে বসলেন। আক্রমণে ওঠা তানজানিয়ার সিমন মুসাকে অহেতুক বাধা দেন। বল ঠেকাতে গিয়ে উল্টো তাকেই ফেলে দেন মাঠে। মুহূর্তেই রেফারি মাহসুদ পেনাল্টির সিদ্ধান্ত দেন। সেখান থেকে স্পটকিকে তানজানিয়াকে এগিয়ে দেন তাদের দলনেতা এরেস্তো।

গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ে দেখা গেল এমন বিরল গোল। অফিসিয়ালি এত দ্রুততম সময়ে পেনাল্টির রেকর্ড আন্তর্জাতিক ফুটবলে নেই।

তবে প্রীতি ম্যাচে ২০১৪ সালে ঘানার বিপক্ষে স্পটকিক পায় মন্টিনিগ্রো। যদিও সেটা ১০ সেকেন্ডের মাথায়।

আরও পড়ুন

×