ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের জয়কে হাস্যকর বললেন ভারতের কোচ

বাংলাদেশের জয়কে হাস্যকর বললেন ভারতের কোচ

ভারতের কোচের এমন বক্তব্য তাতিয়ে দিতে পারে বাংলাদেশের খেলোয়াড়দের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১ | ০২:০৯ | আপডেট: ০৩ অক্টোবর ২০২১ | ০২:০৯

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শুক্রবার স্বাগতিক মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচের ভাগ্যে গড়ে দেন ডিফেন্ডার তপু বর্মন। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশের এই ডিফেন্ডার।

কিন্তু বাংলাদেশের পাওয়া পেনাল্টিকে হাস্যকর বলেছেন ভারত দলের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ। একই দিনে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে জিতেছে নেপাল। দুটি ম্যাচের তুলনা করতে গিয়ে ইগর বাংলাদেশের জয় নিয়ে এমন কটাক্ষ করলেন।

গোলডটকমকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, 'আমরা এমনভাবে খেলব যেন ফলাফল আমাদের পক্ষে থাকে। নেপাল একবার প্রতি আক্রমণে গিয়েছে এবং ম্যাচটি তারা জিতেছে। অথচ মালদ্বীপ ভালো ফুটবল খেলেছে। এদিকে, বাংলাদেশ জিতেছে হাস্যকর পেনাল্টির কল্যাণে।'

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি নিয়ে ভারত কোচ বলেন, 'খেলায় কী ফলাফল হবে জানিনা। আমাদের সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।'

সাফে সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ভারতের কোচের এমন বক্তব্য তাতিয়ে দিতে পারে বাংলাদেশের খেলোয়াড়দের। বাংলাদেশের দ্বিতীয় হলেও এবারের আসরে এটিই ভারতের প্রথম ম্যাচ।

আরও পড়ুন

×