হেডের সেঞ্চুরি, পেইনের ব্যাটে আধিপত্য অজিদের

ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০২:৪৪
বক্সিং ডে টেস্টে বৃহস্পতিবার রেকর্ড দর্শক ম্যাচ দেখেছেন। বক্সিং ডে'তে অ্যাসেজ টেস্ট ছাড়া এতো দর্শক আগে এক সঙ্গে টেস্ট দেখিনি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আসা অবশ্য তাদের বৃথা যায়নি। মার্নাস লাবুশানে এবং স্টিভ স্মিথ দারুণ ব্যাটিং দেখিয়েছেন প্রথম দিন।
এমসিজি টেস্টের দ্বিতীয় দিন অসাধারণ ব্যাটিং করেছেন ট্রাভিস হেড। তিনি তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। ওদিকে অস্ট্রেলিয়া দলনেতা টিম পেইন অধিনায়ক হিসেবে খেলেছেন সর্বোচ্চ রানের ইনিংস। তার ৭৯ রানে ভর করে প্রথম ইনিংস থেকে ৪৬৭ রানের বিশাল সংগ্রহ পেয়েছে অজিরা।
জবাব দিতে নামা নিউজিল্যান্ড আবার শেষ বেলায় ২ উইকেট হারিয়ে চাপ নিয়ে দিন শেষ করেছে। সব মিলিয়ে এমসিজি টেস্টের দ্বিতীয় দিন শেষে একক আধিপত্য অজিদের। নিউজিল্যান্ড এ ম্যাচে টস জিতে বোলিং নেয়। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি তারা। ইনিংসের শুরুতে জো বার্নসকে তুলে নেয় কিউইরা। এরপর ক্রিজে জমাট বাধে অজিদের জুটি।
ডেভিড ওয়ার্নার ৪১ রান করে আউট হয়ে ফেরেন। লাবুশানে করেন ৬৩ রান। প্রথম দিন ৭৭ রানে শেষ করে সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন স্মিথ। কিন্তু তিনি ফিরে যান ৮৫ রান করে। ম্যাথু ওয়েড করেন ৩৮ রান। এরপর ট্রাভিস হেড খেলেন ১১৪ রানের ইনিংস। রান পান অধিনায়ক টিম পেইনও। তাদের সবার ছোট-বড় ইনিংসে ভর করে বড় রান তোলে অজিরা। কিউইদের দুই ব্যাটসম্যান টম ব্লান্ডেল এবং কেন উইলিয়ামসন আউট হয়ে ফেরেন।