ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

টি-টেন লিগে দল পেলেন জুনায়েদ সিদ্দিকী

টি-টেন লিগে দল পেলেন জুনায়েদ সিদ্দিকী

জুনায়েদ সিদ্দিকী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১ | ০৫:৫৮ | আপডেট: ০৯ অক্টোবর ২০২১ | ০৬:০০

মোহাম্মদ সাইফউদ্দিনের পর আসন্ন টি-টেন লিগে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে দল পেলেন জাতীয় দলের সাবেক ওপেনার জুনায়েদ সিদ্দিকী। জুনায়েদকে দলে ভিড়িয়েছে টি-টেন আসরের সাবেক চ্যাম্পিয়ন মারাঠা অ্যারাবিয়ান্স। টুইটারে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টে জুনায়েদের দল পাওয়ার খবরটি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলেছেন জুনায়েদ। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার বাংলাদেশের হয়ে মাত্র ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। সবমিলিয়ে কুড়ি ওভারের আন্তর্জাতিক অঙ্গনে জুনায়েদের রান ১৫৯, গড় ২৩, স্ট্রাইকরেট ১৪৭। 

২টা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন জুনায়েদ, ২০০৭ আর ২০০৯ সালে। প্রথমবারে অভিষেক ম্যাচে নেমেই প্রায় ১৪৫ স্ট্রাইকরেটে খেলেছিলেন ৭১ রানের দারুণ একটা ইনিংস, যেটা এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ ইনিংস হয়ে আছে। ২০০৯ এর বিশ্বকাপে ম্যাচ খেলেছিলেন ২টা, মোট রান ৫৪ হলেও চোখ কপালে তুলে দিচ্ছে স্ট্রাইকরেট, যা ২০০।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১৯ নভেম্বরে শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। মারাঠা অ্যারাবিয়ান্স দলে জুনায়েদ ছাড়াও আরো আছেন নিকোলাস পুরান, ইউসুফ পাঠান, ফ্যাবিয়েন অ্যালেন, ওয়াহাব রিয়াজদের মতো টি-টোয়েন্টির তারকারা।

আরও পড়ুন

×