ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

লিটনের নান্দনিক ইনিংসের প্রশংসায় মুমিনুল

লিটনের নান্দনিক ইনিংসের প্রশংসায় মুমিনুল

লিটন দাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২ | ০১:২১ | আপডেট: ১১ জানুয়ারি ২০২২ | ০১:২১

কিউইদের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বিশেষ করে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে এমন পারফরম্যান্সের পর হতাশা প্রকাশ করেছেন মুমিনুল হক। ক্রাইস্টচার্চ টেস্টের ফলাফল নিয়ে হতাশ হলেও প্রথম টেস্টের ফলাফল নিয়ে গর্বিত বাংলাদেশ দলপতি।

তবে বিশাল হারে সান্ত্বনা হয়ে থাকল লিটনের নান্দনিক সেঞ্চুরি। লিটনের ব্যাটিং দেখে বাংলাদেশ অধিনায়ক মুমিনুলের মনেই হয়নি উইকেট কতটা কঠিন ছিল। কিউই বোলারদের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং করেই টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

যে কারণে ম্যাচ শেষে অধিনায়কের বাড়তি প্রশংসা কুড়িয়েছেন লিটন। মুমিনুল বলেন, 'আমাদের কিছু ভালো ইতিবাচক দিক রয়েছে। এবাদত সত্যিই ভালো বোলিং করেছে, আর লিটনও দারুণ খেলেছে। যখন সে ব্যাটিং করেছে, তখন এটাকে কঠিন পিচ বলে মনে হয়নি।'

আরও পড়ুন

×