দুই রেকর্ডে ইতিহাসের পথে আগুয়েরো

ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ০৪:৫৭
আগুয়েরোর ইনজুরির কারণে ম্যানচেস্টার সিটির শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন গ্যাব্রিয়েল জেসুস। দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। তুলে নিয়েছিলেন হ্যাটট্রিকও। বলেছিলেন, আগুয়েরোকে ভুলে যান। তার বয়স হয়েছে। সময় এখন আমার। কিন্তু রোববার রাতের ম্যাচে সার্জিও আগুয়েরো দুই রেকর্ড করে জানিয়ে দিলেন, তার ফুরিয়ে যাওয়ার দেরি আছে। ইতিহাস গড়েই থামবেন তিনি।
অ্যাস্টন ভিলার মাঠ থেকে ম্যানচেস্টার সিটি লিগ ম্যাচে ৬-১ গোলের জয় তুলে নিয়েছে। শুরুতে মনে হয়েছিল দিনটা রিয়াদ মাহরেজের। তিনি জোড়া গোল করে এগিয়ে নেন দলকে। কিন্তু আগুয়েরো হ্যাটট্রিক করে কেড়ে নিলেন আলো। গড়ে ফেললেন রেকর্ড। ব্রিটেনের বাইরের প্রথম ফুটবলার হিসেবে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়লেন তিনি। ভাঙলেন ১৭৫ গোল নিয়ে সবার ওপরে থাকা থিয়েরি অঁরির রেকর্ড। অ্যাস্টন ভিলার বিপক্ষে হ্যাটট্রিক করে তার গোল সংখ্যা নিয়ে গেলেন ১৭৭ এ।
এছাড়া প্রিমিয়ার লিগের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। ফুটবল ক্যারিয়ার শেষ করে চেলসির কোচ হওয়া ফ্রাঙ্ক ল্যাম্পার্ড তার সমান ১৭৭ গোল করেছেন। তার ওপরে আছেন অ্যালান শেয়ারার। তার গোল ১৮৩টি। এছাড়া ১৮৭ গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা অ্যালান কোলকেও যে আগুয়েরো ছাড়িয়ে যাবেন তা নিয়ে সংশয় আছে খুবই কম।
আগুয়েরো যেভাবে ছুটছেন প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোল করা ওয়েন রুনিকেও ছাড়িয়ে যাওয়া অসম্ভব নয় তার। আর্জেন্টাইন এই স্ট্রাইকার রুনিকে ছাড়িয়ে গেলে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার ইতিহাস গড়ে ফেলবেন। অ্যাস্টন ভিলার বিপক্ষে তার হ্যাটট্রিকে অবশ্য একটি ইতিহাস হয়ে গেছে সাবেক এই অ্যাথলেটিকো মাদ্রিদ স্ট্রাইকারের। তিনি শেয়ারারকে ছাড়িয়ে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ১২ হ্যাটট্রিকের মালিক হয়ে গেছেন।
- বিষয় :
- খেলা
- ফুটবল
- প্রিমিয়ার লিগ-২০২০
- আগুয়েরো