ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রোটিয়াদের ফলোঅন করাবে ভারত?

প্রোটিয়াদের ফলোঅন করাবে ভারত?

ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ | ০৫:৫৫ | আপডেট: ১২ অক্টোবর ২০১৯ | ০৫:৫৭

দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের যে দশা ছিল প্রশ্নটা উঠতই না। ভারত ৫ উইকেটে ৬০১ রান তুলে ইনিংস ঘোষণার পর ১৬২ রানে ৮ উইকেট হারায় সফরকারী দক্ষিণ আফ্রিকা। ফলোঅন এড়াতে তাদের করতে হতো ৪০১ রান। কোহলি বাহিনীর বিপক্ষে ফলোঅন এড়ানো সম্ভব নয় দক্ষিণ আফ্রিকা হয়তো জানতো। ফলোঅন প্রোটিয়ারা এড়াতেও পারেনি। তৃতীয় দিন শেষে ২৭৫ রানে অলআউট হয়ে গেছে ফ্যাফ ডু প্লেসিসের দল। ভারত প্রথম ইনিংস থেকে লিড নিয়েছে ৩২৬ রানের।

তবে কেশব মাহরেজ এবং ভারনন ফিল্যান্ডার শেষ দিকে ১০৯ রানের জুটি গড়েছেন। কোহলিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন। দক্ষিণ আফ্রিকাকে ফলোঅন করাবেন কি-না। সিদ্ধান্ত নেওয়ার জন্য বিরাট কোহলি-রবি শাস্ত্রী এবং তার দল পাচ্ছে রোববার সকাল পর্যন্ত সময়। তবে ক্রিকেট বিশ্লেষক হারশা ভোগলে মনে করছেন, রোববার সকালে ভারতের প্রথম সেশন ব্যাটিং করা উচিত। এরপর দক্ষিণ আফ্রিকার সামনে ৪৫০ রানের মতো লিড দিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণার পরামর্শ কোহলিদের প্রতি।

ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার ভয় ছিল স্পিনে। প্রথম টেস্টে বিশাখাপত্তনমে স্পিনেই ধসে গেছে তারা। কিন্তু পুনেতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের পেস আক্রমণে শুরুতে ধসে যায় তারা। উমেশ যাদব এবং মোহাম্মদ শামির তোপে ৫৩ রানে ৫ উইকেট হারায় প্রোটিয়ারা। শুরুর পাঁচ উইকেটের তিনটি নেন উমেশ যাদব। অন্য দুটি শামির। এরপর অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস খেলেন ৬৪ রানের ইনিংস। ডি ককের ব্যাট থেকে আসে ৩০ রানা। তারা অশ্বিনের বলে আউট হন। পরে ৭২ রান করা কেশব মাহরেজকেও ফেরান অশ্বিন। তবে ৪৪ রান করে অপরাজিত থাকেন ফিল্যান্ডার। অশ্বিন চার উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের চতুর্থ বোলার হিসেবে টেস্টে ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন।

এর আগে ভারত মায়াঙ্ক আগারওয়ালারে সেঞ্চুরি ও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির হার না মানা ডাবল সেঞ্চুরিতে ভর করে রান পাহাড় গড়ে। মায়াঙ্ক আউট হন ১০৮ রান করে। কোহলি ক্যারিয়ারের সপ্তম ডাবল সেঞ্চুরির ইনিংসটা হয় ২৫৮ রানের। এছাড়া চেতেশ্বর পূজারা ৫৮, আজিঙ্কা রাহানে ৫৯ এবং রবিন্দ্র জাদেজা খেলেন ৯১ রানের ইনিংস। জাদেজা সেঞ্চুরি বঞ্চিত হতেই ইনিংস ঘোষণা করে ভারত। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস থেকে ভারত প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩২৬ রানের লিড নেওয়ার রেকর্ড গড়েছে। তাদের বিপক্ষে সর্বোচ্চ লিড ৩৪৭ রানের। তৃতীয় সর্বোচ্চ ২১৩ রান। এখন অপেক্ষা চতুর্থ দিন ভারতীয় অধিনায়ক কোহলির সিদ্ধান্ত দেখার।

আরও পড়ুন

×