ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে যারা

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে যারা

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ০১:৪৭ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ০৩:৫০

এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়ে গেল আজ। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদরদপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্টিত এই ড্রয়ে 'ই' গ্রুপে পড়েছে বাংলাদেশ ফুটবল দল। একই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে স্বাগতিক মাললেশিয়া, তুর্কমেনিস্তান ও বাহরাইন।

শক্তির দিক দিয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে বাকি তিন দল। ফিফার র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে তিন দলই। ফিফার র‍্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৬তে আর বাংলাদেশের গ্রুপের বাহরাইন ৮৯, মালয়েশিয়া ১৫৪ ও তুর্কমেনিস্তান আছে ১৩৪তম স্থানে।

বাছাইপর্বে ২৪টি দেশ ছয়টি গ্রুপে ভাগ হয়ে লড়বে মূলপর্বের টিকিটের জন্য। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন এবং পাঁচ রানার্স-আপ দল খেলবে মূলপর্বে। আর স্বাগতিক চীন খেলবে সরাসরি। করোনার কারণে হোম ও অ্যাওয়ের বদলে প্রতি গ্রুপের ম্যাচগুলো হবে একই কেন্দ্রে। আগামী ৮ থেকে ১৪ জুন ছয়টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এশিয়ান কাপ বাছাই:

'এ' গ্রুপ: জর্ডান, কুয়েত, ইন্দোনেশিয়া ও নেপাল।

'বি' গ্রুপ: ফিলিস্তিন, ফিলিপাইন, ইয়েমেন ও মঙ্গোলিয়া।

'সি' গ্রুপ: উজবেকিস্তান, থাইল্যান্ড, মালদ্বীপ ও শ্রীলংকা।

'ডি' গ্রুপ: ভারত, হংকং, আফগানিস্তান ও কম্বোডিয়া।

'ই' গ্রুপ: বাহরাইন, তুর্কমেনিস্তান, মালয়েশিয়া ও বাংলাদেশ।

'এফ' গ্রুপ: কিরগিজস্তান, তাজিকিস্তান, মিয়ানমার ও সিঙ্গাপুর।

আরও পড়ুন

×