বিশ্বব্যাপী নিষিদ্ধ রাশিয়ান-বেলারুশিয়ান স্কেটার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২২ | ২৩:২৭ | আপডেট: ০১ মার্চ ২০২২ | ২৩:২৭
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ও তাতে সমর্থন দেওয়ার অভিযোগে রাশিয়ান ও বেলারুশের স্কেটারদের নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল স্কেটিং ইউনিয়ন (আইএসইউ)। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। অর্থাৎ, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনো আন্তর্জাতিক স্কেটিং প্রতিযোগিতায় রাশিয়া ও বেলারুশের স্কেটাররা অংশগ্রহণ করতে পারবেন না।
মঙ্গলবার ইন্টারন্যাশনাল স্কেটিং ইউনিয়নের (আইএসইউ) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, 'ইউক্রেনে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত সকলের সাথে সংহতি' পুনর্ব্যক্ত করেছে আইএসইউ।
ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের প্রেক্ষিতে সর্বশেষ স্পোর্টিং ফেডারেশন হিসেবে দুই দেশের ক্রীড়াবিদদের বৈশ্বিক ইভেন্টে অংশগ্রহণে বাধা দিলো ইন্টারন্যাশনাল স্কেটিং ইউনিয়ন।
তিন সপ্তার পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব স্কেটিং চ্যাম্পিয়নশিপ। এরই মধ্যে ইউক্রেন ইস্যুতে দুই দেশের স্কেটারদের নিষিদ্ধ করার ঘোষণা দিলো ইন্টারন্যাশনাল স্কেটিং ইউনিয়ন।