ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মধ্যম বাজেটে স্মার্টফোন আনল রিয়েলমি

ফ্যাশন গ্যাজেটস

মধ্যম বাজেটে স্মার্টফোন আনল রিয়েলমি

নতুন মডেল সি৭৫ উন্মোচন করেছে রিয়েলমি

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪ | ২২:৫৫ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ | ১৯:০৮

স্মার্টফোনে নতুন মডেল সি৭৫ উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। মধ্যম বাজেটের স্মার্টফোনে ধুলা ও পানিরোধী সুবিধা দেবে মডেলটি। ডিভাইসটি আইপি৬৯ রেটিং, যা ফোনকে ধুলা, পানি, তাপমাত্রা ও উচ্চ চাপের পানির জেট থেকে সুরক্ষিত রাখবে।

আইপি৬৯, আইপি৬৮ ও আইপি৬৬ প্রযুক্তির সমন্বয়ে সুরক্ষিত কাঠামোয় সি৭৫ ডিজাইন করা। যার ফলে ২.৫ মিটার গভীর পানিতে ১২ ঘণ্টা বা ০.৫ মিটার গভীরে টানা ১০ দিন ডিভাইসটি অবিচল থাকতে পারে। গাড়ির ধোয়া, ডিশওয়াশার বা ফ্রিজের মতো কঠিন পরিস্থিতিতে মডেলটি টিকে থাকতে সক্ষম। অন্যদিকে, সনিকওয়েভ ওয়াটার ইজেকশন প্রযুক্তি শব্দতরঙ্গ ব্যবহার করে পানি অপসারণ করে ফোনের কার্যক্ষমতা অবিচল রাখে।

পতন-প্রতিরোধী পারফরম্যান্সে সি৭৫ মডেলটি ক্যাটেগরিতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স (এমআইএল-এসটিডি বি১০এইচ) ও টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন, যা প্রত্যাশার বাইরে গিয়ে দেবে অসাধারণ স্থায়িত্ব। মডেলটি ১.৮ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়া বা ১৫০ বার সামনের দিক নিচে থাকা অবস্থায় ধাক্কা সহ্য করার পরীক্ষায় উত্তীর্ণ। আবার মার্বেলের মতো কঠিন মেঝেতে পড়ে এটি অক্ষত থাকে। মানোন্নত আর্মরশেল গ্লাস থাকার কারণে টেকসই ও মজবুত ডিভাইসের শর্ত পূরণ করে।

ব্যাটারি ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার। ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সমন্বয় সি৭৫ মডেলকে এগিয়ে রেখেছে। মাত্র ৩৮ মিনিটে ফোনটি ৫০ শতাংশ চার্জ হয়ে যায়। ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো চরম অবস্থাতে ফোনটি পারফরম্যান্স করে। ৮ জিবি/১৬ জিবি পর্যন্ত ডায়নামিক র‌্যামের কারণে মডেলটি গ্রাহকের জন্য মাল্টিটাস্কিং ও অ্যাপ চালানোর অভিজ্ঞতাকে মসৃণ এবং দ্রুত করে।

প্রাকৃতিক উপাদানের শক্তি ও দৃঢ়তা থেকে অনুপ্রাণিত হয়ে মডেলটি ডিজাইন করা। দুটি রঙের বৈচিত্র্যে আছে লাইটনিং গোল্ড ও স্টর্ম ব্ল্যাক।

মডেলের দুটি সংস্করণ এখন পাওয়া যাচ্ছে। ১২৮ জিবি রমের সঙ্গে ২৪ জিবি র‌্যাম (৮ জিবি + ১৬ জিবি ডায়নামিক র‌্যাম)। দ্বিতীয় সংস্করণটি ২৫৬ জিবি রমের সঙ্গে ২৪ জিবি র‌্যাম (৮ জিবি + ১৬ জিবি ডায়নামিক র‌্যাম)। দাম যথাক্রমে ১৯ হাজার ৯৯৯ টাকা ও ২২ হাজার ৯৯৯ টাকা।

অনলাইন লিঙ্কে প্রি-অর্ডার করলে থাকবে পুরস্কার জিতে নেওয়ার বিশেষ সুযোগ। প্রথম বিজয়ী পাবেন লাখ টাকা, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে ৫০ হাজার ও ১০ হাজার টাকা। বিক্রয়োত্তর পরিষবায় থাকবে এক বছরের ওয়াটারপ্রুফ ও স্ক্রিন প্রটেক্টর সুবিধা।

আরও পড়ুন

×