ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

স্মার্ট লাইফ ফিচার

স্মার্ট লাইফ ফিচার

ফাইল ছবি

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ০০:৪৬

নতুন স্মার্ট ওয়াচ রেডমি ওয়াচ ফাইভ। নতুন প্রজন্মের চাহিদা পূরণে স্মার্টওয়াচ দুটি বিশেষ ফিচার, ডিজাইন ও সাশ্রয়ী দাম– তিনটি শর্ত পূরণ করে। রেডমি ওয়াচ ফাইভ অ্যাকটিভ মডেলে রয়েছে দুই ইঞ্চির ভাইব্রেন্ট এলসিডি ডিসপ্লে, যা স্মুথ ও রেসপন্সিভ। স্ক্রিন-টু-বডি রেশিও ৭০ শতাংশের বেশি হওয়ায় স্মার্ট ওয়াচটি প্রতিমুহূর্তকে আরও বেশি কালারফুল অভিজ্ঞতা দেবে। ম্যাট ফিনিশের ফ্রেম হওয়ায় স্মার্ট ওয়াচটি দেখতে মানানসই, ব্যবহারে দেবে স্মুথ অভিজ্ঞতা। স্মার্ট ওয়াচটি মিডনাইট ব্ল্যাক ও ম্যাট সিলভার রঙে পাওয়া যাবে। রেডমি ওয়াচ ফাইভ লাইট মডেলে রয়েছে ১.৯৬ ইঞ্চির আমোলেড আলট্রা-ক্লিয়ার লার্জ ডিসপ্লে, যা ন্যাচারাল কালার, যেমন– লাইট গোল্ড বা ব্ল্যাক কালারে পাওয়া যাবে। স্কয়ার স্ক্রিন ডিজাইন আর ওজনে হালকা, যা হাইগ্লস এনসিভিএম ফ্রেমে তৈরি। রয়েছে এওডি মোড। এক্সটেনডেড কল রেঞ্জের সুবিধায় রয়েছে স্বাধীন রিসিভার, যা ফাইভ সিস্টেম জিএনএসএস চিপে নির্মিত। ফলে জিপিএস, গ্যালিলিও, গ্লোনাস, বেইদু, কিউজেডএসএসের সঙ্গে স্যাটেলাইট পজিশনিংয়ের মতো ফিচার সুবিধা দেবে। স্মার্টওয়াচ দুটিতে রয়েছে ডায়নামিক হেলথ ও ফিটনেস ট্র্যাকিং ফিচার। হার্ট রেট ও অক্সিজেন লেভেল পর্যবেক্ষণে আছে কম্প্রিহেনসিভ ফিটনেস ট্র্যাকিং ও মনিটরিং সিস্টেম।
দুটি স্মার্ট ওয়াচেই রানিং, ওয়াকিং, সাইক্লিং, রোয়িং, সুইমিংসহ ১৪০টির বেশি মোড রয়েছে। ফাইভ এটিএম পানি প্রতিরোধক ক্ষমতা থাকায় হালকা বৃষ্টি, হাত ধোয়া বা সুইমিং সময়ে নিরাপত্তা দেবে।
দুটো স্মার্ট ওয়াচে ৪৭০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, যা টানা ১৮ দিনের ব্যাটারি পরিষেবা দেবে। ফলে বারবার চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই দৈনন্দিন সব কাজ করা যাবে বলে নির্মাতারা জানান। 

আরও পড়ুন

×