চিপ বিতর্ক

ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫ | ০০:৫২
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সর্বাধুনিক চিপ হাতে পেতে বেইজিংয়ের আকাঙ্ক্ষা যেন পূরণ না হয়, সে জন্য কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে মার্কিন প্রশাসন। ফলে মার্কিন চিপ নির্মাতাদের রাজস্ব কমবে বলে বিশ্লেষকদের ধারণা। যুক্তরাষ্ট্রে নির্মিত সর্বশেষ সেমিকন্ডাক্টর বিক্রির ক্ষেত্রে বিধিনিষেধ দিয়েছে। সুপারকম্পিউটার গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তায় চীনের অগ্রগতি নিয়ন্ত্রণ করতেই এমন বিধিনিষেধ। সূত্র বলছে, চীনে চিপ বিক্রি করতে চাইছে এমন মার্কিন প্রতিষ্ঠান বা সেখানে ব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কে সরকারকে অবহিত করতে হবে বা বিশেষ লাইসেন্স পেতে হবে। যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত চিপ তৃতীয় দেশ হয়ে চীনে যাওয়ার ঝুঁকি নিয়ন্ত্রণে চিপ নির্মাতাকে মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞার সাপেক্ষে আরও কয়েক ডজন দেশে পাঠানোর লাইসেন্স নিতে হবে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, এমন বিধিনিষেধ স্মার্টফোন, ল্যাপটপ, বৈদ্যুতিক যান ও গেমিং সিস্টেমের মতো বাণিজ্যিক সব অ্যাপ্লিকেশনে চিপ ব্যবহারকে প্রভাবিত করবে। বৈশ্বিক সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন জানিয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয়তা স্বীকার করি। শক্তিশালী মার্কিন সেমিকন্ডাক্টর শিল্পের জন্য যা অপরিহার্য।
- বিষয় :
- বিতর্ক