ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ব্লকচেইনে ডিজিটাল সার্টিফিকেট

ব্লকচেইনে ডিজিটাল সার্টিফিকেট

.

 আইসিটি ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩ | ১২:০৩


ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ব্লকচেইনভিত্তিক ডিজিটাল সার্টিফিকেট যাচাইকরণ ব্যবস্থা চালু করেছে; যা ভবিষ্যতের জন্য সাহসী পদক্ষেপ। সিস্টেমটি ডিআইইউ স্নাতকদের একাডেমিক সার্টিফিকেটের ডিজিটাল কপি ডাউনলোড ও শেয়ারে সুবিধাজনক এবং নিরাপদ। উদ্যোগের মাধ্যমে ডিজিটাল কপির সত্যতা নিশ্চিত হবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান সিস্টেমটি উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. ইসমাইল জবিউল্লাহ, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেন, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী প্রমুখ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয় হিসেবে উন্নত ব্যবস্থা চালু করেছে; যা ডিআইইউ ইতিহাসে উল্লেখযোগ্য মাইলফলক। উদ্যোগটি বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়কে অনুপ্রাণিত করবে। ব্লকচেইন ব্যবস্থার মাধ্যমে ডিআইইউ স্নাতকদের আর তাদের একাডেমিক সার্টিফিকেটের সত্যতা যাচাই নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে না। ব্লকচেইন প্রযুক্তি এটিকে হ্যাক-প্রুফ, টেম্পার-প্রুফ এবং যে কোনো প্রমাণপত্র পরিবর্তন করা কার্যত অসম্ভব করে তোলে। পদ্ধতিটি শুধু নিরাপত্তার স্তর যোগ করে না, বরং একাডেমিক সার্টিফিকেটের সঙ্গে সম্পর্কিত প্রতারণামূলক সুযোগ কমিয়ে আনতে সহায়ক হবে।

ডিআইইউ প্রাথমিকভাবে সীমিত সংখ্যক স্নাতকের জন্য সিস্টেমটি চালু করেছে; যা বৃহত্তর গোষ্ঠীতে রোলআউট করার আগে এর কর্মক্ষমতা অপ্টিমাইজ করে। নির্বিঘ্ন ও কার্যকর শিক্ষাব্যবস্থা প্রদানে বিশ্ববিদ্যালয়টি প্রতিশ্রুতিবদ্ধ।

ব্লকচেইন সিস্টেম বেশ কিছু সুবিধা নিশ্চিত করবে। যার মধ্যে একাডেমিক সার্টিফিকেটের ডিজিটাল কপির সহজীকরণে নিরাপদ অ্যাকসেস, ডিজিটাল কপির সত্যতা তাৎক্ষণিক যাচাই ও হ্যাকিং, টেম্পারিং বা কোনো প্রতারণা কার্যক্রম প্রতিরোধ অন্যতম।

আরও পড়ুন

×