ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইউএস ওপেনের নতুন রানি সাবালেঙ্কা

ইউএস ওপেনের নতুন রানি সাবালেঙ্কা

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:৩০

ইউএস ওপেনের গত আসরটা আক্ষেপ হয়ে ছিল আরিয়ানা সাবালেঙ্কার। ফাইনালে পৌঁছাতে পারলেও কোকে গাউফের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছেন। রাগে ক্ষোভে লকার রুমে আছাড় মেরে ভেঙে ফেলেন নিজের র‍্যাকেট। সেই সাবালেঙ্কাই জিতলেন এবারের ইউএস ওপেনের শিরোপা।

নারী এককের ফাইনালে শনিবার পেগুলাকে ৭-৫, ৭-৫ গেমে হারালেন তিনি। বেলারুশের এই তারকার এটি তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। তার আগের দুটি সাফল্যই অস্ট্রেলিয়ান ওপেনে। ২০২৩ ও ২০২৪, টানা দুই বছরে দুটি শিরোপা জেতেন বেলারুশ তরুণী।

শিরোপা জেতার প্রতিক্রিয়ায় সাবালেঙ্কা বলেছেন, ‘এই মুহূর্তে ভাষা হারিয়ে ফেলেছি। এটা সব সময় আমার স্বপ্ন ছিল। অবশেষে সুন্দর ট্রফিটি আমি জিততে পেরেছি।’

সাবালেঙ্কা আরও বলেন, ‘স্বপ্ন পূরণে যদি কঠোর পরিশ্রম করেন এবং ত্যাগ স্বীকার করেন। তাহলে একদিন না একদিন সেটা মিলবেই। এই মুহূর্তে নিজেকে নিয়ে আমি খুবই গর্বিত।’

অন্যদিকে এবারই প্রথম কোনো গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেছিলেন পেগুলা। কিন্তু শিরোপা জেতা হলো না তার। আর্থার অ্যাশ স্টেডিয়ামে শতশত দর্শকের সামনে চরম হতাশ হলেন ৩০ বছর বয়সী মার্কিন টেনিস তারকা। এই পরাজয়ে পেগুলার প্রথম মেজর শিরোপা জয়ের অপেক্ষাটা আরও বড় হলো।

আরও পড়ুন

×