বাস্তবে সিনেমার মতো সমাপ্তি হয় না, হলো না নাদালেও
‘জীবন এমনই, শুরুর মতো সবকিছুর শেষও আছে।’ গত মাসে ভিডিও বার্তায় টেনিসকে বিদায়ের ঘোষণায় জীবনমুখী এই বার্তা দিয়েছিলেন রাফায়েল নাদাল। জানিয়েছিলেন, নভেম্বরে ঘরের মাঠে ডেভিস কাপ দিয়ে শেষ টানবেন ক্যারিয়ারের।
আপডেটঃ ২০ নভেম্বর ২০২৪ | ১৫:৩৮