দুর্দান্ত খেলে ব্যাক টু ব্যাক অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সিনার

অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ইয়ানিক সিনার। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫ | ১৭:৫৮ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ | ১৮:০৬
ইয়ানিক সিনারের নামের সঙ্গে যেন বিশেষণ যোগ করতেই হচ্ছে। বিট্রিশ এক সংবাদ মাধ্যম যেমন তাকে ‘নির্দয় সিনার’ অ্যাখ্যা দিয়ে শুরু করেছে। তেমনি ‘অপ্রতিরোধ্য’, ‘অনবদ্য’, ‘শক্তিশালী’, শব্দগুলো তার নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সংবাদে।
অস্ট্রেলিয়ান ওপেনে এককের ফাইনালে জার্মানির প্রতিদ্বন্দ্বী আলেকজান্ডার জভেরেভকে হারিয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছেন ইয়ানিক সিনার। ইতালিয়ান এই টেনিস তারকা সরাসরি সেটে শিরোপা জিতেছেন।
রোববার মেলবোর্নের রড লাভের এরেনায় প্রথম দুই সেটে লিড নেন সিনার। তৃতীয় সেটে জিতে শিরোপা উদযাপন করেন তিনি। গত বছর প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জেতা ২৩ বছর বয়সী এই তারকা এবার ৬-৩, ৭-৬ (৪) ও ৬-৩ সেটে জিতে চ্যাম্পিয়ন হয়েছেন।
ক্যারিয়ার সিনার তিনটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। যার দুটি ছিল গত বছর। ফেদেরার-নাদাল পরবর্তী টেনিস অঙ্গন রাঙাতেই যেন আলকারাজ, সিনারের আর্বিভাব। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের পাশাপাশি ইউএস ওপেনও জিতেছিলেন সিনার।
চতুর্থ টেনিস খেলোয়াড় হিসেবে সিনার পরপর দুই অস্ট্রেলিয়ান ওপেন জয়ের কীর্তি গড়েছেন। তার আগে আন্দ্রে আগাসি, রজার ফেদেরার ও রাফায়েল নাদাল ব্যাক টু ব্যাক অস্ট্রেলিয়ান ওপেন জয়ের কীর্তি গড়েছিলেন। সিনারের কাছে হেরে জভেরেভ বলেছেন, ‘আমি আশা করেছিলাম, আরো ভালো প্রতিদ্বন্দ্বীতা করবো। কিন্তু সিনার খুব বেশি ভালো খেলেছেন, সিম্পল।’
- বিষয় :
- অস্ট্রেলিয়ান ওপেন
- ইয়ানিক সিনার