ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পেঁয়াজ চাষ

পেঁয়াজ চাষ

পেঁয়াজ চাষের মাধ্যমে কৃষক যেভাবে উপকৃত হতে পারেন

উর্বর বেলে-দোআঁশ মাটি পেঁয়াজ চাষের জন্য অতি উত্তম হয়। গ্রীষ্মে পেঁয়াজ চাষের জন্য উঁচু জমি দরকার, যেখানে বৃষ্টির পানি জমে থাকে না। জমিতে সেচ ও পানির ব্যবস্থা থাকতে হবে। তাই উপযুক্ত জমি ও মাটি নির্বাচন পেঁয়াজ চাষের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এখনও দেশি জাতের পেঁয়াজের চাষাবাদ হয়। সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মসলা গবেষণা কেন্দ্র থেকে বারি পেঁয়াজ-১ শীতকালীন, বারি পেঁয়াজ-২ গ্রীষ্মকালীন, বারি পেঁয়াজ-৩ গ্রীষ্মকালীন, বারি পেঁয়াজ-৪ শীতকালীন, বারি পেঁয়াজ-৫ গ্রীষ্মকালীন ও বারি পেঁয়াজ-৬ শীতকালীন নামে ৬টি জাতের পেঁয়াজ মুক্তায়িত রয়েছে বলে জানা যায়। এসব জাতের পেঁয়াজের ফলন ভালো হয়। তাই কৃষকরা এসব জাতের পেঁয়াজ চাষ করতে পারেন। 

আপডেটঃ ০৩ মার্চ ২০২৫ | ১৯:৩৫
পেঁয়াজ চাষের মাধ্যমে কৃষক যেভাবে উপকৃত হতে পারেন