ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নাটোরে নতুন পেঁয়াজ উঠবে ১ মাস পর

নাটোরে নতুন পেঁয়াজ উঠবে ১ মাস পর

পেঁয়াজের ক্ষেত- সমকাল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০৩:০২ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ | ০৪:৫৩

অসময়ে বৃষ্টির কারণে নাটোরে নষ্ট হয়ে যায় পেঁয়াজসহ শীতকালীন আগাম সবজি। জমি থেকে পানি নামার পর নতুন করে পেঁয়াজসহ অন্যান্য সবজি লাগিয়েছেন কৃষকরা। ফলে শীত মৌসুমের শুরুর দিকে বাজারে পেঁয়াজ ওঠার কথা থাকলেও তা উঠতে সময় লাগবে আরো ১ মাস।

জেলার বাইরে থেকে সেখানে পেঁয়াজ সরবরাহ না করলে এখনই দাম কমার সম্ভাবনা দেখছেন না ভোক্তারা।

জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে নাটোরের জেলা সদর, নলডাঙ্গা, বড়াইগ্রাম ও লালপুরের পদ্মার চরে ৩ হাজার ৫শ' হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। এতে সর্ব্বোচ্চ ৫৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ।

সদর উপজেলার সেনভাগ গ্রামের কৃষাণী হালিমা খাতুন, কৃষক আব্দুল খালেক ও আবুল কালাম জানান, বৃষ্টি না হলে এতদিনে তারা পেঁয়াজ ঘরে তুলতেন। বৃষ্টির কারণে প্রথম দফায় রোপণ করা পেঁয়াজ নষ্ট হয়ে যায়। পরে লাগানো পেঁয়াজ তুলতে এখনও অন্তত ১ মাস সময় লাগবে। এই পেঁয়াজের ফলনও তেমন ভাল হবে না বলে তারা ধারণা করছেন।

বাগাতিপাড়া উপজেলার নওশেরা গ্রামের কৃষক আশরাফ বলেন, ‘নাটোরে যখন পেঁয়াজ ওঠা শুরু হবে তখন আমদানি করা পেঁয়াজে দেশ ছেয়ে যাবে। তাই তখন আমাদের মত কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’

তিনি আরো জানান, অনেক কৃষকই পেঁয়াজের দাম বেশি পাওয়ার আশায় পরিপূর্ণ হওয়ার আগেই বাজারে তুলছেন। এতে করে পেঁয়াজের আশানুরূপ চাহিদা পূরণ হবে না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার বলেন, ‘অসময়ে বৃষ্টির কারণে পেঁয়াজ উৎপাদনে ব্যাঘাত ঘটে। কৃষকরা দেরিতে হলেও দ্বিতীয় দফায় অনেক জমিতে পেঁয়াজ আবাদ করায় চাহিদা অনুযায়ী উৎপাদনের আশা করা যাচ্ছে। নতুন পেঁয়াজ বাজারে উঠলে সংকট কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

×