ট্রাম্পকে লক্ষ্য করে গুলি: এফবিআই বলছে হত্যাচেষ্টা

সিক্রেট সার্ভিসের কর্মীরা গুলি চলার পরপরই রক্তাক্ত অবস্থায় ট্রাম্পকে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ০৯:৪১ | আপডেট: ১৪ জুলাই ২০২৪ | ১১:১৯
শনিবার বিকেলে এক নির্বাচনী প্রচারণা চলাকালীন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, এই হামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং একে পরিকল্পিত হত্যাচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
ঘটনার পর এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এফবিআই। এতে বলা হচ্ছে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার ঘটনাটিকে দেখা হচ্ছে হত্যাচেষ্টা হিসেবে। এর পেছনে কী কারণ রয়েছে এবং বন্দুকধারীর পরিচয় কী- তা জানতে চেষ্টা করছে এফবিআই।
পেনসিলভেনিয়ার বাটলারে ওই নির্বাচনী সমাবেশে উপস্থিত অন্তত একজন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন দুইজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেছেন তার ডান কানের ওপরের অংশে গুলি লেগেছে। সিক্রেট সার্ভিসের কর্মীরা গুলি চলার পরপরই রক্তাক্ত অবস্থায় ট্রাম্পকে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যান। তারা দাবি করেছেন ট্রাম্প সুস্থ আছেন।
আরও জানা গেছে, সমাবেশের বাইরে উঁচু স্থান থেকে একাধিক গুলি চালান এক ব্যক্তি। পরবর্তীতে সিক্রেট সার্ভিসের কর্মীদের হাতে নিহত হন ওই দুর্বৃত্ত।
এদিকে ঘটনার নিন্দা জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ঘটনার পর ট্রাম্প নিরাপদ আছেন এতে তিনি কৃতজ্ঞ।