তেলের দাম কমাতে মার্কিন জ্বালানি বিভাগকে কড়া বার্তা ট্রাম্পের

ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ২০:০৯ | আপডেট: ২৩ জুন ২০২৫ | ২০:১০
যুক্তরাষ্ট্রে তেলের দাম কম রাখার আহ্বান জানিয়ে দেশটির জ্বালানি বিভাগকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন ট্রাম্প।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
দেশটির জ্বালানি বিভাগকে উদ্দেশ্য করে দেওয়া এক বার্তায় জ্বালানি উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়ে ট্রাম্প বলেন, ড্রিল, বেবি, ড্রিল! আমি বলছি, এখনই!
এই মন্তব্যের মাধ্যমে তিনি জ্বালানি উৎপাদন দ্রুত বাড়ানোর নির্দেশ দেন। তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে চাহিদা অনুযায়ী তেল উত্তোলনের ওপরও জোর দিচ্ছেন ট্রাম্প।