ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কুড়াল দিয়ে কুপিয়ে যুবককে হত্যা

কুড়াল দিয়ে কুপিয়ে যুবককে হত্যা

নিহত রাজু শেখের আগের ছবি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২২ | ২২:২৯ | আপডেট: ০৭ মার্চ ২০২২ | ২২:২৯

মাগুরার শ্রীপুরে সাবেক ও বর্তমান ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে রেষারেষির জেরে রাজু শেখ (৩০) নামে এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তখলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজু শেখ তখলপুর গ্রামের আক্তার শেখের ছেলে েএবং বর্তমান ইউপি সদস্য মকবুল হোসেনের সমর্থক।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাতটার দিকে বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য আব্দুর রউফের লোকজন রাজু শেখের ওপর অতর্কিত হামলা করে কুড়াল দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলে পথিমধ্যে রাত সোয়া এগারটার দিকে তার মৃত্যু হয়।

রাজু শেখের চাচা মুক্তার হোসেন সোমবার রাত ১২টার দিকে সমকালকে বলেন, প্রতিপক্ষের আবু দাউদ, ফারুক শেখ, খলিল শেখ, কাজী আবদুর রাশেদ, বেনজির শেখ রাজুকে মাথায় কুড়াল দিয়ে কুপিয়েছে। তার মাথা থেকে মগজ বের হয়ে গিয়েছিল।

তখলপুর গ্রামের বর্তমান ইউপি সদস্য মকবুল হোসেন বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে সাবেক ইউপি সদস্য আব্দুর রউফের সমর্থক জোয়ারদার আবু দাউদ, খলিল শেখ, ফারুক শেখ, কাজী আবদুর রাশেদ অতর্কিত হামলা চালিয়ে রাজুর মাথায় কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় রাজুর সঙ্গে থাকা আব্দুল হালিম মিয়া ও মাসুদ হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। বর্তমানে তারা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় সমকালকে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সোমবার রাতেই তিন জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- জোয়ারদার আবু দাউদ, ফারুক শেখ, ও তরিকুল ইসলাম। বর্তমানে এলাকায় পুলিশ টহল দিচ্ছে।

আরও পড়ুন

×