ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বাসায় গিয়ে কুপিয়ে হত্যা

বাসায় গিয়ে কুপিয়ে হত্যা

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৭ মার্চ ২০২২ | ২৩:৫৯ | আপডেট: ০৭ মার্চ ২০২২ | ২৩:৫৯

খুলনার পাইকগাছা উপজেলায় সুখেন হালদার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১১টার দিকে উপজেলার খড়িয়া গ্রামের একটি চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে।

পাইকগাছা থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, সুখেন হালদার রাতে তার মালিকানাধীন ৫ বিঘা একটি চিংড়ি ঘেরের বাসায় ছিলেন। এ সময় দুর্বৃত্তরা গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। 

কারা কী কারণে তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

×