শরীয়ত বয়াতির মুক্তির দাবিতে প্রতিবাদী গান-পথসভা

প্রতিবাদী গান পরিবেশন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট- সমকাল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ০৮:৫৭
শরীয়ত বয়াতিকে গ্রেফতারের প্রতিবাদ, তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তার মুক্তির দাবিতে কুড়িগ্রামে ভ্রাম্যমান প্রতিবাদী গান পরিবেশন ও পথসভা করেছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট।
শনিবার ট্রাকে চড়ে সকাল ১০টায় কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়। এরপর দুপুর ১টা পর্যন্ত একে একে জেলা শহরের রিভার ভিউ মোড়, দাদামোড়, বাস স্ট্যান্ড, খলিলগঞ্জ, ত্রিমোহনী, কলেজ মোড় এবং শেষে টেক্সটাইল মোড় এলাকায় গান পরিবেশন এবং পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এর পাশাপাশি কর্মসূচি চলাকালে শরীয়ত বয়াতিকে মুক্তি দেওয়ার দাবিতে শ্লোগান দেওয়া হয়।
পথসভায় বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, উদীচীর সভাপতি নেজামুল হক বিলু, বাসদ নেতা মোনাব্বর হোসেন মিন্টু, কবি সোলায়মান বাবুল ও সাংবাদিক ইউসুফ আলমগীর প্রমুখ। এ ছাড়া প্রতিবাদী গান পরিবেশন করেন সুব্রতা রায়, পারুল হক, জুলিয়া ইয়াসমীন রত্না, রাজু আহমেদ ও তিলক চন্দ্র।
পথসভায় বক্তারা অবিলম্বে শরীয়ত বয়াতিকে নিঃশর্ত মুক্তি দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।
- বিষয় :
- কুড়িগ্রাম
- শরীয়ত বয়াতি
- প্রতিবাদী গান
- পথসভা