ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চাঁদপুর থেকে অপহরণ, যুবকের লাশ গাছে ঝুলছিল বেনাপোলে

চাঁদপুর থেকে অপহরণ, যুবকের লাশ গাছে ঝুলছিল বেনাপোলে

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ- সমকাল

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২২ | ০১:৫৬ | আপডেট: ১৩ মার্চ ২০২২ | ০১:৫৬

চাঁদপুর থেকে অপহরণ হওয়া হান্নান মৃধা (৩৫) নামে এক যুবকের লাশ বেনাপোল বাইপাস সড়ক থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা লাশটি দেখে স্থানীয়রা বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দেয়। সে চাঁদপুর পৌরসভার মৃধা বাড়ি রোড এলাকার আবু হোসেন মৃধার ছেলে।

বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) গোলাম রসূল জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে গিয়ে দেখি- বেনাপোল বাইপাস সড়কের পাশে এক যুবকের লাশ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে। লাশটি নামিয়ে তার প্যান্টের পকেট থেকে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। পরে জানতে পারি সে বেশ কয়েকদিন যাবত নিখোঁজ ছিলো।

পুলিশের এই কর্মকর্তা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×