চট্টগ্রাম বন্দরে বহিনোঙ্গরে জাহাজ ডুবি, ৫ নাবিক নিখোঁজ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৯ মার্চ ২০২২ | ১০:৫৩ | আপডেট: ১৯ মার্চ ২০২২ | ১০:৫৪
চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে পতেঙ্গা সৈকতের কাছে 'টিটু-১৪' নামে একটি লাইটার জাহাজ ডুবে ৫ জন নাবিক নিখোঁজ হয়েছেন। ডুবে যাওয়া জাহাজটি আবুল খায়ের গ্রুপের বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।
শুক্রবার দিবাগত রাতে সিমেন্ট ক্লিংকার বোঝাই জাহাজটি বালুবাহী অপর একটি জাহাজের ধাক্কায় ডুবে যায়।
জাহাজ ডুবির খবর পেয়ে কোস্টগার্ডের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। জাহাজে থাকা ১৩ জন ক্রু'র মধ্যে ৮ জনকে উদ্ধার করে তারা। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়ে গেছে পাঁচজন। উদ্ধার কাজে আছে চট্টগ্রাম বন্দরের জরিপ জাহাজ ও টাগ বোটও।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, সকালে বন্দরের বহিনোঙ্গরে একটি লাইটার জাহাজ অপর একটি জাহাজের ধাক্কায় ডুবে গেছে। এই সময় জাহাজে থাকা ১৩ জন ক্রুর মধ্যে ৮ জন উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধারে কাজ করছে চট্টগ্রাম বন্দর ও কোস্টগার্ড।
চট্টগ্রামস্থ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা আবদুর রউফ জানান, কোস্টগার্ডের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। ডুবে যাওয়া জাহাজের ৮ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ।