শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ধাক্কা দেওয়া এমভি রূপসী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২২ | ০৬:৪৫ | আপডেট: ২০ মার্চ ২০২২ | ০৬:৪৫
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চকে ধাক্কা দেওয়া কার্গো জাহাজ এমভি রূপসী-৯ আটক করেছে নৌ-পুলিশ। নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মনিরুজ্জামান মনির জানান, মুন্সিগঞ্জের হোসেন দি ডকইয়ার্ড থেকে জাহাজটি আটক করা হয়। তবে জাহাজের মাস্টার, চালকসহ পালিয়ে গেছেন।
এর আগে রোববার দুপুর আড়াইটার দিকে শীতলক্ষ্যায় নারায়ণগঞ্জে কার্গো জাহাজ এমভি সিটি ৯-এর ধাক্কায় মুন্সিগঞ্জগামী যাত্রীবাহী লঞ্চটি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লে. কর্নেল জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার অভিযান চলছে। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
- বিষয় :
- কার্গো জাহাজ
- লঞ্চডুবি
- মরদেহ উদ্ধার
- ঢাকা
- নারায়ণগঞ্জ