ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আদরের আরোহীর খোঁজে শীতলক্ষ্যার তীরে ঘুরছেন বাবা জয়রাম

আদরের আরোহীর খোঁজে শীতলক্ষ্যার তীরে ঘুরছেন বাবা জয়রাম

আরোহী রানী

কাজী সাব্বির আহমেদ দীপু, মুন্সীগঞ্জ

প্রকাশ: ২১ মার্চ ২০২২ | ০৪:০৫ | আপডেট: ২১ মার্চ ২০২২ | ০৭:০১

নারায়ণগঞ্জের নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলো দুই বোন স্মৃতি রানী (১৮) ও আরোহী রানী (৩)। বাড়ি ফেরার পথে শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এমএল আশরাফ উদ্দিন ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ হয় মুন্সীগঞ্জের গজারিয়ার ওই দুই বোন। পরে রোববার রাত ১০টার দিকে ডুবুরিদল বড় বোন স্মৃতি রানী রাজবংশীর মরদেহ উদ্ধার করে। তবে এখনও নিখোঁজ ৩ বছরের আরোহী রানী রাজবংশী। 

স্মৃতি রানী মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের এইচএসসি পরিক্ষার্থী ছিল। লঞ্চডুবির ঘটনায় প্রাণ হারানোয় এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না স্মৃতির।

এদিকে আদরের ধন আরোহীর খোজেঁ রোববার থেকেই শীতলক্ষ্যার তীর চষে বেড়াচ্ছেন বাবা জয়রাম রাজবংশীসহ তার স্বজনরা। দুই কন্যাকে হারিয়ে বাকরুদ্ধ তারা। কন্যাদের স্মৃতিচারণ করে বারবার মুর্ছা যাচ্ছেন তাদের বাবা-মা। এ ঘটনায় গোটা এলাকা নিস্তব্ধ। পরিবারে চলছে শোকের মাতম।

আরোহী রানীর খালু রিপন বর্মণ বলেন, 'প্রায় সময়ই নারায়নগঞ্জের বন্দরের একরামপুর এলাকায় আমাদের বাড়িতে বেড়াতে আসত তারা। কয়দিন বেড়ানোর পর আবার নিজেরাই চলে যেত। আমাদের বাড়ি থেকে রোববার দুপুরে যাওয়ার পর বিকেলে খবর নিয়ে দেখি তারা বাড়িতে পৌঁছায়নি। পরে সংবাদ পাই শীতলক্ষ্যায় লঞ্চডুবি হয়েছে। ঘটনাস্থলে যাওয়ার পর ছবি দেখালে স্মৃতির খোঁজ পাই। তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। আরোহী এখনও নিখোঁজ রয়েছে। জানি না সে কোথায় আছে।' 

তিনি আরও বলেন, 'আমরা মরদেহ হলেও ফেরত চাই। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি যেন মরদেহটি উদ্ধার করা হয়। যেন তাদের মা-বাবাকে সান্তনা দিতে পারি।'

রোববার দুপুরে সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯ এর ধাক্কায় নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জগামী এমএল আফসার উদ্দিন নামে লঞ্চটি ডুবে যায়। এই লঞ্চডুবির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

×