ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৫ রোহিঙ্গা আটক

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৫ রোহিঙ্গা আটক

আটক রোহিঙ্গারা, ছবি: সমকাল

কক্সবাজার অফিস

প্রকাশ: ২১ মার্চ ২০২২ | ০৬:১৮ | আপডেট: ২১ মার্চ ২০২২ | ০৬:২৩

সমুদ্রপথে অবৈধভাবে মালেয়শিয়া যাওয়ার সময় কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ থেকে ১৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আটক করা হয়।

মহেশখালী থানা পুলিশ জানায়, রোহিঙ্গারা দালালদের সহযোগিতায় মালয়েশিয়ায় যাওয়ার জন্য দ্বীপে জড়ো হয়েছিলেন। উখিয়ার কুতুপালংসহ বিভিন্ন ক্যাম্প থেকে তাদের সোনাদিয়া দ্বীপে নিয়ে আসে একটি দালাল চক্র।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে দালালরা কৌশলে অবৈধভাবে মালয়েশিয়া নিয়ে যেতে ১৩৫ রোহিঙ্গাকে মহেশখালীর সোনাদিয়ায় নিয়ে জড়ো করেছিল।


পরে খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ সোনাদিয়া দ্বীপে অভিযানে নামে। তারাই ১৩৫ জন রোহিঙ্গাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দালালের সহযোগিতায় ইঞ্জিনচালিত নৌকায় করে মালয়েশিয়া যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।

আটক রোহিঙ্গাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরও পড়ুন

×