ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নবীনগরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

নবীনগরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

গ্রেপ্তার সুমন মিয়া ও বাবু - সমকাল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২২ | ০৭:১৬ | আপডেট: ২৩ মার্চ ২০২২ | ০৭:২৮

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের জিনদপুর গ্রামে তিন মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণের অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই গৃহবধুর অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন- উপজেলার জিনদপুর গ্রামের সঞ্জয় মিয়ার ছেলে সুমন মিয়া (২০) ও একই ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামের শাহ আলমের ছেলে বাবু (১৯)।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রশীদ বলেন, ধর্ষণের অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। জিঙ্গাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গত সোমবার সকালে ওই গৃহবধূ পাশের গ্রামে যেতে রাস্তায় সিএনজির জন্য অপেক্ষা করছিলেন। এসময় পূর্ব পরিচিত ওই দুই তরুণ সিএনজিতে করে তাকে বাবার বাড়িতে পৌঁছে দেন। পরে বিকেলে আবার তারা সিএনজি নিয়ে তার বাবার বাড়িতে গিয়ে স্বামীর কথা বলে তাদের সঙ্গে যেতে বলেন।

সিএনজিতে উঠার কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন যে, তাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞেস করলে তাকে মারধর করে চুপচাপ বসে থাকতে বলেন তারা। একপর্যায়ে পাশ্ববর্তী সাতমোড়া ইউনিয়নের চেলিখলা গ্রামে নিয়ে গিয়ে মারধর করেন এবং ‘ধর্ষণ করেন’ বলে অভিযোগ করেছেন সেই নারী।

পরদিন মঙ্গলবার ওই দুই তরুণ আবারও তাদের সঙ্গে যাওয়ার প্রস্তাব দিলে গৃহবধূ প্রতিবেশীকে ঘটনাটি জানান। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বুধবার সকালে অভিযানে চালিয়ে দুই তরুণকে গ্রেপ্তার করে।


আরও পড়ুন

×