ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারী খুন

সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারী খুন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২২ | ২২:৩৭ | আপডেট: ২৪ মার্চ ২০২২ | ২২:৩৭

বাগেরহাটের মোল্লাহাটে সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারী নাইম খানকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার গাংনী গ্রামের হিরণের বাড়ির পরিত্যক্ত আঙিনা থেকে অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাইম মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের আবুল খানের ছেলে। তিনি মোল্লাহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, নাইম খান তার বাড়ির পাশে হিরণ মার্কেটের একটি দোকানে লুডু খেলছিলেন। রাত সাড়ে ৮টার দিকে তার মোবাইলে একটি কল আসে। এরপর খেলা ছেড়ে চলে যান তিনি। কিছুক্ষণ পর হিরণের পরিত্যক্ত বাড়ির উঠোনে ফাতেমা নামে এক নারী তাকে গলা ও হাতে গুরুতর জখম অবস্থায় দেখে চিৎকার করেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন দাস বলেন, নাইমকে তার স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×